অসুস্থ বিমল গুরুংকে সিকিমে নিয়ে যান তাঁর সমর্থকেরা

উত্তরবঙ্গ: অনশন করে গুরতর অসুস্থ হয়ে পড়লেন বিমল গুরুঙ্গ।5দিন অনশনের পরে গুরতর অসুস্থ হয়ে পড়লেন বিমল গুরুঙ্গ।গতকাল রাতেই অনশন প্রত্যাহার করবার পরই গুরুতর অসুস্থ হয়ে পড়েন একদা পাহাড়ের একমাত্র সুপ্রিমো।তার প্রেসার একেবারেই নেমে যাওয়ায় এবং প্রচণ্ড দুর্বল হয়ে পড়ায় তাকে আজ তার সমর্থকেরা সিকিমে নিয়ে যান আজ সকালেই।

    ডাক্তারেরা জানান গুরুঙ্গ এর প্রেসার ছাড়াও সুগার আছে।এই কদিন না খেয়ে থাকবার কারনে গুরুঙ্গ গতকাল রাত থেকেই প্রচণ্ডভাবে অসুস্থ হয়ে পড়েন।সেই সময় তার সঙ্গীরা তাকে অনশন প্রত্যাহার করবার পরামর্শ জানান।সেই সময় সাংসদ রাজু বিস্তাও তাকে বলেন অনশন প্রত্যাহার করে নিতে। বিমল গুরুঙ্গ নিজে এক ঘন্টা সময় নিয়ে নিজে এক ঘন্টা পরে অনশন প্রত্যাহার করবার সিদ্ধান্ত নেন।গতকাল রাত্রে স্যুপ এবং ওষুধ খান গুরুঙ্গ।আজ সকালে একটি বিশেষ গাড়িতে করে তার সঙ্গীরা তাকে সিকিমে নিয়ে যান।শেষ খবর পাওয়া পর্যন্ত তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।