শুদ্ধচিত্তে পালিত হলো শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রমের প্রতিষ্ঠা দিবস

সুবিদ আলী মোল্লা, নতুন গতি : বাদুড়িয়া থানার অন্তর্গত চাতরায় শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রমের দরিদ্র নরনারায়ণের সেবামূলক কাজ সারা বছর বিভিন্ন উপলক্ষে করা হয়। গত সোমবার ১২ই মে ২০২৫ বুদ্ধ পূর্ণিমার পুণ্য লগ্নে ভক্ত সমাগমে পালিত হল সেবাশ্রমের প্রতিষ্ঠা দিবস। এই উপলক্ষে সেবাশ্রমের পক্ষ থেকে আয়োজিত হল মানুষ পূজা। এলাকার ৬০ জন দরিদ্র অসহায় বৃদ্ধ-বৃদ্ধাকে নিমন্ত্রণ জানানো হয়। বিশিষ্ট চিকিৎসক ডাক্তার এস দত্ত রায় ও ডাক্তার রউফ মোল্লা তাদের স্বাস্থ্য পরীক্ষা করেন ও বিনামূল্যে ওষুধ দেন। দুপুরে সকলে অন্ন সেবা গ্রহণ করেন। এবং বেলা শেষে এসব আমন্ত্রিত নরনারায়ণের হাতে তুলে দেওয়া হয় বিছানার চাদর ছাতা শাড়ি লুঙ্গি কম্বল প্রভৃতি। এলাকার বহু বিশিষ্ট ব্যক্তি এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।