সিউড়ি বিদ্যাসাগর কলেজ ও ভগৎ সিং বিরসা মুন্ডা মাস্টার দার আদর্শে এবার দুঃস্থ অসহায়দের পাশে। 

গোপাল মন্ডলের ,নতুন গতি,সিউড়ি, বীরভূম:-লকডাউনের জেরে পুরো বিশ্ব স্তব্ধ।থমকে গেছে মানুষের কাজকর্ম।কর্মহীনতায় বহু দরিদ্র পরিবার lদিন আনা দিন খাওয়া মানুষগুলো এখন ক্ষিদের জ্বালায় দিশেহারা।

    সেইরকমই কিছু দরিদ্র পরিবারের পাশে দাঁড়ালো সিউড়ি বিদ্যাসাগর কলেজের অধ্যাপক,কর্মচারী ও ভগৎ সিং বিরসা মুন্ডা মাস্টার দার আদর্শে অনুপ্রাণিত ছাত্র যুবরা। তারা এখনো পর্যন্ত সিউড়ি, সদাই পুর, পাড়ুই থানার অন্তর্গত প্রায় 28 টি গ্রামের 1500 টি পরিবারের পাশে দাঁড়িয়েছেন।কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় পুরন্দরপুরের নিজুরি ভেড়ামারি গ্রামের কিছু মানুষের দূর্দশার ছবি ছড়িয়ে পরে।

    আসেই গ্রামে তাঁরা পৌছে প্রায় 50 টি অসহায় মানুষের হাতে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেন।সিউড়ি বিদ্যাসাগর কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক গোপীনাথ চৌধুরী জানান যে, ত্রান বিতরণের পাশাপাশি মানুষকে স্বাস্থ্য সচেতনতা, বিনা প্রয়োজনে বাড়ির বাইরে না যাওয়া ও দুরত্ব বজায় রাখা, মাস্ক ব্যবহার, সরকারি নানা সুযোগ সুবিধার খোঁজ ইত্যাদি বার্তাও পৌঁছে দিচ্ছি।