সিউড়িতে সবুজায়ন করতে স্যাপলিং ব্যাংক তৈরি হচ্ছে।

লুতুব আলি, নতুন গতি : সিউড়িতে সবুজায়ন করতে স্যাপলিং ব্যাংক তৈরি হচ্ছে। বিষ্ণু উষ্ণায়নের ফলে চারদিক যখন এক বিপর্যস্ত অবস্থার তৈরি হয়েছে ঠিক সেই সময়েই অগ্রণী ভূমিকা পালন করে চলেছে বর্ধমানের গাছ গ্রুপ। গাছ গ্রুপ শাখা প্রশাখা বিস্তার করে রাজ্যের বিভিন্ন জেলায় সবুজায়ন করতে নিরন্তর প্রয়াস চালিয়ে যাচ্ছে। গাছ গ্রুপের সদস্য সবুজয়ানের প্রতি নিবেদিত প্রাণ কল্যাণ ভট্টাচার্য বীরভূমের সিউড়িকে সবুজানের মুড়ে দিতে সচেষ্ট হয়েছেন। প্রাথমিকভাবে সিউড়ি শহরকে সবুজায়ন করে উপহার দিয়ে সমগ্র বীরভূম জেলায় এই উদ্যোগকে ফলপ্রসূ করতে এগিয়ে এসেছেন বিশিষ্ট সংগীত শিল্পী গাছ প্রেমী মানবী সরকার, অবসরপ্রাপ্ত ইন্সুরেন্সের সিনিয়র অফিসার ভক্তি দাস বর্মন, প্রাক্তন প্রধান শিক্ষক অসিত দে, পরেশনাথ কর্মকার, নারায়ণ চৌধুরী, শিক্ষা রত্ন প্রাপক শিক্ষিকা সুজাতা সাহা, লছমন ব্যানার্জি, মরিয়ম খাতুন, শতরূপ চক্রবর্তী প্রমুখ। বীরভূমের অগ্রজ ও শ্রমন করিপ্তা হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক কল্যাণ ভট্টাচার্য বলেন, গাছ গ্রুপের প্রধান কান্ডারী জাতীয় শিক্ষক তথা গাছ মাস্টার মাননীয় অরূপ চৌধুরী মহাশয় এর স্নেহধন্য বীরভূমের গাছ গ্রুপকে এক যুগান্তকারী পদক্ষেপে নিয়ে যেতে সক্ষম হয়েছে। সিউড়ির প্রভাত জ্যোতির্ময়ী কলেজে সবুজায়ন করতে সবুজ বৈঠকের আয়োজন করা হয়েছিল। এই সবুজ বৈঠকে গাছ প্রেমিরা তো বটেই মহিলাদের ভিড় পরিলক্ষিত হয়েছিল। বিশেষ করে শিশুদের মনের ভিতর সবুজায়ন করার ভিত গড়তেও গাছ গ্রুপ বদ্ধপরিকর। এই বৈঠকে ১১ বছরের শিশু শতরূপ চক্রবর্তী উজ্জ্বল উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এই বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আলপনা ভট্টাচার্য, রথীন মুখার্জি, মৃণাল চ্যাটার্জী, সুজাতা দেবী প্রমুখ। কল্যাণ ভট্টাচার্য আর ও বলেন, সবুজায়নের লক্ষ্যে ও বিশ্ব উষ্ণায়নের হাত থেকে পরিবেশকে বাঁচাতে, সিউড়ি শহরকে সবুজের সৌন্দর্যে ভরিয়ে দিতে গাছ গ্রুপে বীরভূম জেলার শাখা সবুজ বৈঠক সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়েছে। এই বৈঠকে উপস্থিত ছিলেন সমাজের বিভিন্ন অংশের প্রায় ৩০ জন গুণী মানুষ। সবুজায়নসহ খন্ডবন গড়ে তোলা, স্যাপলিং ব্যাংক ইত্যাদি বিষয়ে ভবিষ্যৎ পরিকল্পনা নেয়া হয় এদিনের বৈঠকে। এছাড়াও আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য সবুজ, সুস্থ পৃথিবী উপহার দেয়ার লক্ষ্যে আর ও অনেক বিষয় আলোচনা হয় এই দিনের বৈঠকে। গ্রুপের মূল ট্যাগলাইন আমি নয়, আমরা কে মাথায় রেখে সকলে মিলে সিউড়ি শহরকে সবুজ করার প্রতিজ্ঞা ও গ্রহণ করা হয়। পরবর্তীতে সমগ্র বীরভূম জেলা জুড়ে এই কর্মকান্ডকে ছড়িয়ে দেওয়া হবে।