|
---|
মালদা: আজ পুরাতন মালদার নারায়ণপুরে মালদা জেলা কংগ্রেসের পক্ষ থেকে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। এই আলোচনার মূল উদ্দেশ্য ছিল, আগামী ৭ই আগস্ট ডিএম ও এসপি অফিস ঘেরাও বিক্ষোভ কর্মসূচিকে সফল করার জন্য এই আলোচনা সভা। আজকের এই আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মালদা জেলা কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত অবজারভার আব্দুল সাত্তার মহাশয় এছাড়া উপস্থিত ছিলেন মালদা জেলা কংগ্রেসের সভাপতি মুস্তাক আলম মহাশয় ও চাচল বিধানসভা কেন্দ্রের বিধায়ক আসিফ মেহেবুব এবং মালদা কেন্দ্রের বিধায়ক ভূপেন্দ্র নাথ হালদার সহ চারটি ব্লকের অর্থাৎ পুরাতন মালদা, হবিবপুর, বামন গোলা এবং গাজোল ব্লকের সভাপতি, অঞ্চল সভাপতি ও বুথ সভাপতি দের নিয়ে এই আলোচনা সভা। এই আলোচনা সভায় চারটি ব্লক থেকে প্রায় ৩০০ জন প্রতিনিধি অংশ নেয় এবং এই আলোচনা সভা থেকেই তাদের যে ৭ই আগস্ট ডিএম ও এসপি অফিস ঘেরাও কর্মসূচি রয়েছে তাকে কিভাবে সাফল্যমন্ডিত করা যায় এবং জেলা কংগ্রেস কে কিভাবে উজ্জীবিত করা যায় তা বক্তারা এই আলোচনা সভায় তুলে ধরেন এবং বিভিন্ন ব্লক থেকে আগত কংগ্রেস কর্মীরা তাদের এলাকার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং কিভাবে তা আন্দোলনের মাধ্যমে তাদের সংগঠন কে এগিয়ে নিয়ে যাবে তা বিস্তারিত আলোচনা হয়।