শুরু হোক একটা যুদ্ধ, দূষণের বিরুদ্ধে যুদ্ধ

নিজস্ব সংবাদদাতা : ৭৬তম স্বাধীনতা দিবস পালিত হল দেশ জুড়ে, কিন্তু প্রশ্ন একটা থেকেই যাচ্ছে সত্যি কি আমরা স্বাধীন হয়েছি? সেভ ট্রি সেভ ওয়ার্ল্ড পরিবেশ প্রেমী সংস্থার মতে আমরা আজ পরাধীন দূষণের কাছে। দেশ এখন জর্জরিত পরিবেশ দূষণে, আমরা স্বাধীন সেদিনই হব যেদিন দেশ দূষণ থেকে মুক্তি পাবে, সবুজে ভরে যাবে। সংস্থার পক্ষ থেকে আবু আজাদ বলেন’ আমাদের স্লোগান ‘শুরু হোক একটা যুদ্ধ, দূষণের বিরুদ্ধে যুদ্ধ’ এই বার্তা নিয়ে আমরা আজ বিভিন্ন জেলা জুড়ে পতাকা উত্তোলনের সাথে সাথে বৃক্ষবিলি ও বৃক্ষ রোপন করা হয়। মানুষকে দূষণের হাত থেকে বাঁচতে গেলে পরিবেশকে রক্ষা করতে হবে।’ এদিন পূর্ব বর্ধমানের মালিরবাগান এবং হুগলি জেলার চাকুন্দি,খড়িয়াল ও লিচুবাগানে সেভ ট্রি সেভ ওয়ার্ল্ডের উদ্যোগে পালিত হয় স্বাধীনতা দিবস।