|
---|
লুতুব আলি, ২৮ মে : বিশ্ব বঙ্গীয় সাহিত্যকলা আকাদেমি অধিভুক্ত পত্রিকা সূর্য তরুণ সাহিত্য পত্রিকার বর্ণাঢ্য বর্ষবরণ উৎসব অনুষ্ঠিত হল। কলকাতার কৃষ্ণপদ মেমোরিয়াল সভাগৃহে নান্দনিক অনুষ্ঠানে সূর্য তরুণ সাহিত্যপত্রিকা গ্রুপে বর্ষসেরা কবি সম্মান ১৪৩০ প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিশিষ্ট সাহিত্যিক বিশ্ব বঙ্গীয় সাহিত্যকলা একাডেমির চেয়ারম্যান সঞ্জয় কুমার মুখোপাধ্যায় ও সাধারণ সম্পাদক দীপঙ্কর নায়েক। অনুষ্ঠানে সকলকে সাদর সম্ভাষণ জ্ঞাপন করেন পত্রিকার সম্পাদক অনামিকা মিশ্র ও সম্পাদিকা সঞ্চিতা কানথাল। অনুষ্ঠানে বিশ্ব বঙ্গীয় সাহিত্যকলা একাডেমী অনুসারী নৃত্যকলা পরিবেশন করেন নিমিকা বৈরাগ্য, দিকসা মন্ডল, তনয়া রায়। সংগীত পরিবেশন করেন অন্জু সরকার সঞ্চিতা কাথনাল নীলিমা বিশ্বাস। এই শিল্পী সমন্বয়ে একটি শ্রুতি মধুর নাটক পরিবেশিত হয়। উল্লেখ্য এই অনুষ্ঠানে বিশ্ব বঙ্গীয় সাহিত্যকলা একাডেমী ওয়েবজিনির প্রকাশ করেন সংস্থার চেয়ারম্যান ও যুগ্ম সাধারণ সম্পাদক। অনুষ্ঠানে উপস্থিত সকল সম্পাদক সম্পাদিকাদের পরিচিতি সহ অনলাইন লাইব্রেরী ও বিশ্ব বঙ্গীয় সাহিত্যকলা একাডেমী সকল কার্যক্রম প্রকাশ করা হবে।পত্রিকাটি সাহিত্যের সঙ্গে সঙ্গে বিভিন্ন শিল্পকলা কে প্রাধান্য দেওয়ায় উচ্চ প্রশংসায় লাভ করে।