|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: দল ছাড়লেন মহিলা কংগ্রেসের সভানেত্রী সুস্মিতা দেব। রবিবার কংগ্রেসের সভাপতি সোনিয়া গান্ধীকে চিঠি লিখে দলের প্রাথমিক সদস্যপদ ছাড়ার কথা জানান তিনি, তবে কোনও কারণ দেখাননি।
চিঠিতে জানান ‘তিন দশক ধরে কংগ্রেসে কাজ করতে পারার সুযোগ আমি উপভোগ করেছি। আমি ব্যক্তিগত ভাবে আপনাকে ধন্যবাদ জানাতে চাই আমাকে সুযোগ দিয়ে সাহায্য করার জন্য এবং পথ দেখানোর জন্য।’
তবে জল্পনা তৈরি হয়েছে তাঁর তৃণমূলে যোগ দেওয়ার। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে পারেন বলে মনে করা হচ্ছে। সূত্রের খবর যে বর্তমানে তিনি কলকাতায় রয়েছেন।