|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: “এবার মমতা-ম্যাজিক দেখা যাবে অসমেও। দিন দশেকের মধ্যে তৃণমূলে যোগদানের হিড়িক পড়ে যাবে।” এমনটাই ইঙ্গিত দিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব।
তিনি বলেন “আগামী দিন দশকের মধ্যে অসমে দিদি ম্যাজিক অপেক্ষা করে আছে। অনেকে তৃণমূলের সঙ্গে যোগাযোগ করে যোগদান করতে আগ্রহ প্রকাশ করছেন। আমরা শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলে দিন দশকের মধ্যেই গুয়াহাটিতে তাদের যোগদান করাব। তৃণমূলের নতুন রাজ্য দপ্তর খোলার পর সেখানেই অন্য দল থেকে আসা নেতাদের যোগদান করানো হবে।”
তিনি আরো বলেন “কংগ্রেসের দুর্বলতাই অসমে তৃণমূলের পথ সুগম করেছে।”
উল্লেখ্য, গতকাল কলকাতায় এসে তৃণমূলে যোগ দিয়েছেন অসমের প্রভাবশালী কংগ্রেস নেতা রিপুন বোরা। যোগদানের পর তাঁর বক্তব্য “দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে কংগ্রেসের কোনও ভবিষ্যত নেই। বিজেপি বিরোধিতায় তৃণমূলই একমাত্র বিকল্প। অসমের বহু কংগ্রেস নেতা মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার সঙ্গে গোপনে যোগাযোগ রাখছেন।”