সন্দেহের বশে একত্রবাসের সঙ্গীকে খুন! অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ

নিজস্ব সংবাদদাতা : অন্য সম্পর্কে জড়িয়ে পড়েছেন একত্রবাসের সঙ্গী। এই সন্দেহ থেকে লিভ-ইন পার্টনার বা একত্রবাসের সঙ্গীকে খুন করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। বেঙ্গালুরুর এই ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।পুলিশের তরফে জানা গিয়েছে, কেরলের তিরুঅনন্তপুরমের বাসিন্দা ২৪ বছরের দেবা সেই রাজ্যেরই কোল্লমের বাসিন্দা বৈষ্ণবের সঙ্গে কর্নাটকের বেগুর শহরের একটি ভাড়াবাড়িতে থাকতেন। স্থানীয়দের সূত্রে জানা গিয়েছে, গত দু’বছর ধরে ওই বাড়িতে থাকতেন তাঁরা

     

    স্থানীয়দের সঙ্গে কথা বলেই পুলিশ জানতে পেরেছে, গত কয়েক দিন ধরেই দু’জনের মধ্যে ঝগড়াঝাঁটি চলছিল। ঝগড়ার শব্দ আশপাশের অনেক বাসিন্দারই কানে যেত। সন্দেহের বশেই সঙ্গী দেবার উপর বৈষ্ণব অত্যাচার করতেন বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ। খুনের ঘটনা প্রসঙ্গে দক্ষিণ বেঙ্গালুরু পুলিশের পদস্থ আধিকারিক সিকে বাবা সংবাদ সংস্থা এএনআইকে বলেন, “দেবাকে নিয়ে নানা বিষয়ে সন্দেহ ছিল বৈষ্ণবের। এই নিয়ে দু’জনের মধ্যে অশান্তি চলছিলই। রবিবার ঝগড়া চলার সময়ে একটি প্রেসার কুকার দিয়ে যুবতীর মাথায় আঘাত করেন অভিযুক্ত। আঘাত পেয়ে মৃত্যু হয় যুবতীর।”