সুস্থ সংস্কৃতি, সুস্থ পরিবেশ বিষয়ক ভাবনায় বিশ্ব পরিবেশ দিবস

সেখ সামসুদ্দিন,২ জুন : মেমারি স্বপ্নসন্ধানী শিক্ষা ও সংস্কৃতি কেন্দ্র পরিবারের পরিচালনায় সুস্থ সংস্কৃতি, সুস্থ পরিবেশ এই বিষয় ভাবনাকে নিয়ে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রবিবার সকাল সাড়ে আটটা থেকে শুরু করে ৫ জুন পর্যন্ত বিশেষ কর্মসূচি নেয়া হয়েছে। সেই উপলক্ষে রবিবার একটি ছোট সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর পরবর্তীতে থাকবে সংস্থার বাৎসরিক পরীক্ষা। অনুষ্ঠানের শুরুতে সংস্থার প্রয়াত প্রাক্তন সভাপতি ও শ্রদ্ধেয় শিক্ষক চিত্তরঞ্জন কুণ্ডু’র স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের পর অতিথি বরণ, বক্তব্য, নৃত্য, অতিথি আপ্যায়ন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন সংস্থার প্রতিষ্ঠাতা এবং বাচিক শিল্পী রামকৃষ্ণ কুণ্ডু, প্রধান অতিথি হিসেবে ছিলেন বৃক্ষবন্ধু সোমনাথ গুপ্ত, বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশিষ্ট চিত্র পরিচালক উৎপল ভট্টাচার্য্য, ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্পাদক রামকৃষ্ণ হাজরা, সাংবাদিক সেখ সামসুদ্দিন, শিক্ষিকা অভিয়া দাস, সুলেখা মাহাতো এছাড়াও অসংখ্য অভিভাবক অভিভাবিকা এবং ছাত্র-ছাত্রীরা। কিছুজনের হাতে বৃক্ষ চারা তুলে দেওয়া হয়। পরবর্তীতে থাকবে বিগত দিনের রোপন করা বৃক্ষ পরিদর্শন এবং বৃক্ষরোপণ উৎসব।