স্বামী বিবেকানন্দের জন্মদিন যুব দিবসে শীত বস্ত্র বিতরণ

 

    মোঃ ইজাজ আহামেদ,নতুুুন গতি,সুতিি মঙ্গলবার স্বামী বিবেকানন্দের জন্মদিন যুব দিবসে অরঙ্গাবাদে এম এস ডি মইদুল ইসলাম ফ্যান ক্লাবের পরিচালনায় গরিব দুঃস্থদের শীত বস্ত্র বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন খাদ্য ও সরবরাহ কর্মধক্ষ‍্য মইদুল ইসলাম মহাশয়, অধ্যাপক সুনীল কুমার দে মহাশয়, প্রধান শিক্ষক সহিদুল আলম মহাশয়, শিক্ষক ওবাইদুর রহমান মহাশয়, সুতি ২ ব্লকের প্রাক্তন চেয়ারম্যান হোসেন আলি মহাশয় প্রমুখ।