|
---|
মোঃ ইজাজ আহামেদ,নতুুুন গতি,সুতিি মঙ্গলবার স্বামী বিবেকানন্দের জন্মদিন যুব দিবসে অরঙ্গাবাদে এম এস ডি মইদুল ইসলাম ফ্যান ক্লাবের পরিচালনায় গরিব দুঃস্থদের শীত বস্ত্র বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন খাদ্য ও সরবরাহ কর্মধক্ষ্য মইদুল ইসলাম মহাশয়, অধ্যাপক সুনীল কুমার দে মহাশয়, প্রধান শিক্ষক সহিদুল আলম মহাশয়, শিক্ষক ওবাইদুর রহমান মহাশয়, সুতি ২ ব্লকের প্রাক্তন চেয়ারম্যান হোসেন আলি মহাশয় প্রমুখ।