নিখোঁজের হওয়ার এক বছর পর রাজস্থান থেকে উদ্ধার পরিবারের চার সদস্য

নিজস্ব প্রতিবেদক,অরঙ্গাবাদ : ২০২৩ সালের আগস্ট মাসের প্রথম দিকে তিন নাবালিকা মেয়েকে নিয়ে বাড়ি থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছিলেন মুর্শিদাবাদের সুতি থানার হিলোরা গ্রামের এক মহিলা। নিখোঁজ ডাইরি এবং পরবর্তীতে স্বামীর অভিযোগের ভিত্তিতে রাজস্থান থেকে প্রায় এক বছর পর উদ্ধার করা হলো একই পরিবারের চার সদস্যকে। জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত সুতি থানার পুলিশের তৎপরতাই উদ্ধার করা সম্ভব হয়েছে তাদের। বৃহস্পতিবার তাদের জঙ্গিপুর আদালতে পাঠানো হয়। এদিকে নিখোঁজের ঘটনায় ওই মহিলার স্বামী কর্ণ ঘোষের অভিযোগের ভিত্তিতে মেয়ে স্ত্রীকে অপহরণ করার অভিযোগে বিশ্বজিৎ চক্রবর্তী নামে বীরভূমের পাইকর থানার অন্তর্গত জাজিগ্রামের এক বাসিন্দাকে গ্রেপ্তার করেছে পুলিশ। যদিও সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে উদ্ধার হওয়া মহিলার দাবি, স্বেচ্ছায় বিশ্বজিৎ চক্রবর্তীর সঙ্গে রাজস্থানে তিন মেয়েকে নিয়ে গিয়েছিলেন এবং থাকছিলেন তারা। স্বামীর অত্যাচারের স্বীকার হয়েই তাদের এই সিদ্ধান্ত বলেও জানিয়েছেন তিনি।পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।