|
---|
সেখ সামসুদ্দিনঃ করোনায় আক্রান্ত রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারী। গত কয়েকদিন আগে মন্ত্রী ও তাঁর মায়ের করোনা রিপোর্ট পজিটিভ ধরা পড়ে। তারপর থেকেই তিনি হোম কোয়ারেন্টাইনে আছেন। এদিকে মন্ত্রীর অসুস্থতার সংবাদ শোনার পর তার অগণিতো অনুরাগী ও অনুগামীদের মধ্যে দুশ্চিন্তার ছায়া নেমে আসে। তারা বিভিন্ন মন্দির, মসজিদ, গির্জায় যে যার মতো করে প্রার্থনা করছেন। শুভেন্দু অধিকারী ও তার মায়ের সুস্থতার। তাঁদের দ্রুত সুস্থতা ও দাদার অনুগামী পরিবারের সকল সদস্যদের মঙ্গল কামনায় পূর্ব বর্ধমান জেলার মেমারি বিধানসভার শুভেন্দু অধিকারীর অনুগামীদের পক্ষ থেকে হুগলি জেলার শেওড়াফুলি গঙ্গার ঘাট থেকে জল তুলে পায়ে হেঁটে দীর্ঘ পথ অতিক্রম করে তারকেশ্বর তারকনাথ মন্দিরে জল ঢেলে পূজা দিলেন বেশ কয়েকজন শুভেন্দু অধিকারীর অনুগামী।দাদার অনুগামী পরিবারের পক্ষ থেকে সুজন সর্দার ও শশাঙ্ক দাস বলেন, ‘আমরা সবাই মন্ত্রীর অনুগামী। বর্তমানের শুভেন্দু অধিকারী ও তার মা করণা আক্রান্ত, তাই মন্ত্রী তার মায়ের দ্রুত আরোগ্য কামনায় আজ তারকেশ্বর মন্দিরে পুজো দেওয়া হল। দাদা দ্রুত সুস্থ হয়ে আবার মানুষের কল্যাণে নিয়োজিত হোক এটাই তাদের প্রার্থনা।