দুইদিনে ৭ টি কুকুরের মৃত্যু, ক্ষোভ জমেছে মালদার চাঁচল সদর এলাকায়

উজির আলী,নতুনগতি, চাঁচল: ২১ মার্চ 

    দুদিনে  ৭টি কুকুরের মৃত্যুকে কেন্দ্র করে ক্ষোভ জমেছে চাঁচলবাসীর। চাঁচল গ্রাম পঞ্চায়েত সূত্রে জানা গেছে দুই দিনে চাঁচলে সাতটি মৃত‍ কুকুর উদ্ধার হয়েছে।

    চাঁচল গ্রাম পঞ্চায়েত প্রধান আজমেরী খাতুন জানান, শুক্রবার খেলেনপুর থেকে ৩ টি মৃত কুকুর ও শনিবার সকালে চাঁচল ১ নং ব্লক দপ্তরের মুল ফটকে ১টি, সুভাষ পল্লীতে ১ টি, দক্ষিনপাড়াতে ১ টি ও খেলেনপুরেও একটি, দুই দিনে মোট সাতটি মৃত কুকুর উদ্ধার করা হয়েছে পঞ্চায়েতের উদ‍্যোগে।

    প্রতীকী ছবি

    আর এই কুকুরগুলির মৃত‍্যুকে ঘিরে রহস‍্যের দানা বেধেছে চাঁচল শহরে। কিভাবে মারা পড়ছে কুকুরগুলি প্রশ্ন তুলেছেন পশুপ্রেমীরা? কয়েকদিন আগে মালতিপুর এলাকায় পাগলা কুকুরের কামড়ে জখম হয়েছিলেন ১৫ জন। তার পরিপ্রেক্ষিতে এই নিরীহ রাস্তার কুকুরগুলি মারা পরছে বলে অনুমান স্থানীয় পশুপ্রেমীদের।

    উল্লেখ্য: ভারতে পুলিশ প্রশাসনের তদন্ত ও তল্লাশি চালাতে অন‍্যতম এই পশু। এছাড়াও অনেকের বাড়ীতে দিবারাত্র এছাড়াও শহরের নিরাপত্তার বিশেষ ভূমিকা কুকুর বলে দাবী করেছেন পশুপ্রেমীরা। তবে দিনের পর দিন এই ভাবে তারা মারা পড়লে বিলুপ্ত হবে চাঁচলের কুকুর। এক কুকুর মৃত‍্যুতে ব‍্যক্তিত্ব কোনো রহস‍্য রয়েছে বলে দাবী পশু প্রেমীদের।
    প্রশাসনকে তা তদন্তের দাবী জানিয়েছেন একাংশ। এলাকাবাসীও মনে করেন যে, এর পেছনে কোনও বড়সড় চক্রান্ত রয়েছে।
    এপ্রসঙ্গে চাঁচলের মহকুমা শাসক সব‍্যসাচী রায় জানান, কুকুর গুলি কোনো ব‍্যক্তির দ্বারা আক্রান্ত না অসুস্থজনিত কারনে মারা পড়ছে তা প্রানী সম্পদ দপ্তরকে তদন্তের জন‍্য জানানো হবে।