আমডাঙা আদর্শ টিচার্স ট্রেনিং কলেজে সাড়ম্বরে উদযাপিত হল স্বাধীনতা দিবসের ৭৫ তম বর্ষপূর্তি

মহ: মফিজুর রহমান, আমডাঙা, নতুন গতি : আজ ভারতবর্ষের স্বাধীনতা প্রাপ্তির ৭৫ তম বর্ষপূর্তি। সারা দেশজুড়ে মর্যাদার সঙ্গে পালিত হল এই বিশেষ দিনটি। গোটা দেশ ও রাজ্যের সঙ্গে উত্তর ২৪ পরগণা জেলার অন্তর্গত আমডাঙার হিসাবীতে অবস্থিত আমডাঙা আদর্শ টিচার্স ট্রেনিং কলেজেও সাড়ম্বরে উদযাপিত হল স্বাধীনতা দিবসের ৭৫ তম বর্ষপূর্তি।

    সকালে কলেজের অধ্যাপক, অধ্যাপিকা, শিক্ষাকর্মী ও ছাত্রছাত্রীদের উপস্থিতিতে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ উত্তম কুমার ব্যানার্জি।

    জাতীয় পতাকা উত্তোলনের পর শহীদ বেদীতে পুষ্পাঞ্জলি নিবেদন করে স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা জানান কলেজের ম্যানেজিং ডিরেক্টর তিয়াসা আহম্মেদ, অধ্যাপক – ইমদাদুল হক, অভিজিৎ সরকার, রাজ্জাক আলি মণ্ডল, সনৎ বিশ্বাস, শম্পা মণ্ডল, সোনালী বিশ্বাস, সেখ সাবির হোসেন, পম্পা মিস্ত্রি, অলোক কুমার সরদার, ইকবাল হোসেন, শিক্ষাকর্মী – শিবাজী সর্দার, কৌশিক বাগ, ইব্রাহিম মণ্ডল এবং কলেজের ছাত্রছাত্রীরা।

    পুষ্পাঞ্জলি নিবেদন শেষে ছাত্রছাত্রীদের সামনে এই দিনটির গুরুত্ব ও পালনের ইতিহাস তুলে ধরেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সহ অন্যান্য অধ্যাপক অধ্যাপিকারা। আবৃত্তি, নিত্যগীত, নিত্যনাট্য, একক সঙ্গীত, যৌথ সঙ্গীত সবই এই অনুষ্ঠানের অন্তর্গত ছিল।

    এই সকল অনুষ্ঠান সঞ্চালনা করেন কলেজের অধ্যাপক সনৎ বিশ্বাস এবং অনুষ্ঠানগুলি তদারকি করেন কলেজের অন্য দুই অধ্যাপক রাজ্জাক আলি মণ্ডল ও ইমদাদুল হক।

    ছাত্রছাত্রীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি এবং সহযোগিতায় আমডাঙা আদর্শ টিচার্স ট্রেনিং কলেজে ভারতের স্বাধীনতা প্রাপ্তির ৭৫ তম বর্ষপূর্তি সাড়ম্বরে পালন করা হল।