|
---|
রাহুল রায়, পূর্ব বর্ধমান:
পূর্ব বর্ধমান মেমারী ২ নংব্লকে বনগ্ৰাম আশ্রমে স্বামী পরমান্দ মহারাজ জীর ৬৪ তম জম্নদিন উপলক্ষে মহাসমরহে দিনটি উদযাপন করাহলো।প্রতি বছর ন্যায়ে এই বছরেও নানান অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিনটি পালন করলেন। বর্তমানে মহারাজ তূষাণ জী মহারাজ সহ বহু ভক্তগন।পরামান্দ মহারাজ ১৯৯৯ সালে পরলোকগমন করেন এই দিনে,তার পর থেকে এই দিনটি পালন করা হয়।লক্ষ্যাদি ভক্তের সমারহ হয়,খেলা,নাচ গান, আবৃত্তি নানান অনুষ্ঠানের মধ্যদিয়ে এই দিনটি পালন করা হয় ।এই উৎসব চলবে তিন ধরে।দেশ বিদেশ থেকে বহু ভক্ত আসেন এই বনগ্ৰামে।