|
---|
নিজস্ব প্রতিবেদক , মেদিনীপুর : ছোট ছোট দুই শিশুসন্তান। সাথে বয়স্কা শ্বাশুড়ি মা। এদের নিয়ে রুমার কষ্টের সংসার। মাসকয়েক আগে পরপর স্বামী ও শ্বশুরমশাই কে হারিয়েছেন। মারণঘাতী ক্যানসার দুই উপার্জনক্ষম সদস্যকে কেড়ে নেওয়ায় সংসার ভেসে যাওয়ার উপক্রম। কতদিন ই আর বাপের বাড়িতে থাকা যায়! বৃদ্ধা শ্বাশুড়ির প্রতি কর্তব্য আর শিশু সন্তানদের জীবন বাঁচাতে রুমা আত্মনির্ভরশীল হতে চায়।
মেদিনীপুর কুইজ কেন্দ্র তাই ২৬ বছর বয়সী রুমা পাল_র পাশে। রুমার কাপড় সেলাইয়ের কিছু অভিজ্ঞতা আছে। তাই তার চাওয়া জামাকাপড় সেলাই মেশিন আজ কুইজ কেন্দ্রের পক্ষ থেকে তুলে দেওয়া হল।
গড়বেতা ৩ নং ব্লকের ডাবচা গ্রামে শ্বশুরবাড়িতে থেকে আত্মমর্যাদা সহ বেঁচে থাকার এ লড়াইয়ে কুইজ কেন্দ্র।রুমা এ সেলাই মেশিন পেয়ে খুশি। সেলাই মেশিন_ র মূল্য মাসিক কিস্তিতে সে সবটাই মিটিয়ে দিতে বদ্ধপরিকর। রুমা ও কুইজ কেন্দ্রের এ মানবিক প্রয়াসে সাথি হবে আগামী তে। দান না স্বনির্ভরতা দান _ এই আপ্তবাক্য মেনে রুমার পথ চলায় আশীর্বাদ জানালেন এই অনুষ্ঠানে উপস্থিত কুইজ কেন্দ্রের সদস্য সদস্যাবৃন্দ।