|
---|
নিজস্ব সংবাদদাতা, সোনারপুর: বিশ্বজোড়া মহামারী করোনার দ্বিতীয় ঢেউয়ের মাঝে বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এলো স্বেচ্ছাসেবী সংগঠন স্বর্ণদ্বীপ চ্যারিটেবল ট্রাস্ট। স্বর্ণদ্বীপের কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন “তরঙ্গ” সংস্থা এবং “সম্পর্ক” ক্লাব।
সোমবার স্বর্ণদ্বীপের পক্ষ থেকে রাধাগোবিন্দ পল্লী,নতুন পল্লী,শিতলা মোড়,এপি নগর সহ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সোনারপুর এলাকায় বিভিন্ন জায়গায় এবং যে সমস্ত বাড়িতে করোনা পজেটিভ রোগী রয়েছেন বা ছিলেন সেইসব জায়গায় স্যানিটাইজ করা হয়।স্বর্ণদ্বীপের পক্ষে বিশিষ্ট সমাজসেবী শ্রীকান্ত বধূক জানিয়েছেন শুভানুধ্যায়ীদের সহযোগিতায় আগামীদিনেও স্বর্ণদ্বীপ এই কর্মসূচী চালিয়ে যাবে। পাশাপাশি তিনি এই কাজের জন্য স্বর্ণদ্বীপের সদস্য-সদস্যা এবং যাঁরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তাঁদের ধন্যবাদ জানিয়েছেন।