|
---|
বাবলু হাসান লস্কর, কুলতলী, দক্ষিণ চব্বিশ পরগনা : কুলতলী ব্লকের মধ্যপূর্ব গুড়গুড়িয়া আদর্শ বিদ্যাপীঠে বারুইপুর জেলা পুলিশের উদ্যোগে, মিসিং ট্রাস্টের যৌথ ব্যবস্থাপনায় শুভ সূচনা হলো “সেলফ ডিফেন্স” এর বিশেষ প্রশিক্ষন শিবির। অষ্টম থেকে দ্বাদশ শ্রেণীর মেয়েদেরকে নিয়ে মানব পাচার, বাল্যবিবাহ, শিশুশ্রম, গার্হস্থ হিংসা সহ একাধিক বিষয় নিয়ে এই শিবিরে বিশেষ পাঠ সহ ক্যারাটে প্রশিক্ষণ চলে। সকলের বিশেষ উৎসাহ দেখা যায়। আজ এই শুভ সূচনাতে উপস্থিত ছিলেন সেলফ ডিফেন্সে প্রশিক্ষক শিহান দেবব্রত হালদার, উপস্থিত ছিলেন কুলতলী ব্লক উন্নয়ন বীরেন্দ্র অধিকারী কুলতলী পঞ্চায়েত সমিতির সভাপতি রুপা সরদার সহ-সভাপতি হারমনী নস্কর প্রধান পূরবী বর ,নারী ও শিশু কল্যাণ স্থায়ী পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষা বৃহস্পতি নস্কর, স্বাস্থ্য কর্মদক্ষা, রুপা খাঁন সেই সঙ্গে উপস্থিত ছিলেন মৈপিঠ কোস্টাল থানার একাধিক পুলিশ কর্মী , স্কুলের প্রধান শিক্ষক,পরিচালন কমিটির সভাপতি এবং মিসিং লিঙ্ক ট্রাস্টের কর্মীবৃন্দ অনুষ্ঠানটি সামগ্রিক ভাবে সঞ্চালনা করেন প্রবীর মিশ্র।