বারুইপুর জেলা পুলিশ ও মিসিং লিঙ্ক ট্রাস্ট ব্যবস্থাপনায় মৈপিঠ,গুড়গুড়িয়া,ভাষায় অনুষ্ঠিত হল স্বয়ংসিদ্ধা প্রোগ্রাম

বাবলু হাসান লস্কর কুলতলি দক্ষিণ চব্বিশ পরগনা :গ্রামের দরিদ্র পরিবারের ছেলেমেয়েদের কাজ পাইয়ে দেয়ার কথা কিম্বা চাকরির সুযোগ দেওয়ার কথা বলে পাচার হচ্ছে কিশোর কিশোরী। তাদেরকে অন্ধকার জগতে ঠেলে দেওয়ার প্রবণতা বাড়ায়, আর তার জন্য জেলা পুলিশের উদ্যোগে কুলতলির বিভিন্ন প্রান্তে অনুষ্ঠিত হচ্ছে স্বয়ংসিদ্ধা প্রোগ্রাম। যে প্রোগ্রামের মাধ্যমে এলাকার কিশোর কিশোরীদের মধ্যে আত্মরক্ষা থেকে নিজেদেরকে সুরক্ষিত রাখার বিভিন্ন পাঠ দান করছেন মিসিং লিঙ্ক ট্রাস্ট এর কর্ণধার প্রবীর মিশ্রের তত্ত্বাবধানে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের অন্যতম ক্যারাটে কোচ জয়নগের শিহান দেবব্রত হালদারের নৈপুণ্যতায় কুলতলির কয়েক শত কিশোর কিশোরী দের বিনা পারিশ্রমিককে আত্মরক্ষার ট্রেনিং নিতে দেখা যাচ্ছে । এই কাজে সহযোগিতায় দেখা মেলে জেলা প্রশাসনের সাথে সাথে এলাকার জন প্রতিনিধি থেকে শুরু করে শুভবুদ্ধি সম্পন্ন মানুষদের। পিছিয়ে পড়া মানুষদের পাশে আধিকারিকদের পেয়ে উদ্বুদ্ধ এলাকা বাসী।

    আত্মরক্ষ্যার পাটে উদ্বুদ্ধ ক্যারাটে প্রশিক্ষণ নিতে আশা কিশোর কিশোরী থেকে এলাকার অগণিত মানুষ জন। একাধিক ইভেন্ট শেখানো বিনা ব্যয়ে সরকার অনুমোদিত স্কুলগুলিতে এমনই প্রোগ্রাম অনুষ্ঠিত হচ্ছে। এ প্রসঙ্গে SDPOবারুইপুর অতীশ বিশ্বাস,IC কাকলি ঘোষ-কুন্ডু (বারুইপুর মহিলা থানা) মৈপিঠ কোষ্ঠাল থানার OC মধুসূদন পাল সহ মিসিং লিঙ্ক ট্রাস্টের কর্মকর্তা প্রবীর মিশ্রের কথায় উঠে এলো বিশেষ করে গরীব পরিবারের ছেলে মেয়ে দেরকে বিভিন্ন কাজের টোপ দিয়ে যেভাবে দিনের পর দিন পাচার হচ্ছে তাতেই চিন্তা বাড়িয়েছে প্রশাসনের। এই সমূহ কিশোর কিশোরী দের বিপদের আশঙ্কা থেকে মুক্ত করতে এমনই উদ্যোগ জেলা পুলিশের । এই শিক্ষা দান নিয়ে SDPOবারুইপুর অতিশ বিশ্বাস সহ আইসি কাকলি ঘোষ কুন্ডু মৈপিঠ কোষ্ঠাল থানার থানার ওসি মধুসূদন পাল প্রবীর মিশ্র ও শিহান দেবব্রত হালদারের কথায় উঠে এলো যে বিপথগামী এই সমস্ত শিশুদেরকে আত্মরক্ষা ও সামাজিক ভাবে স্বনির্ভর করার লক্ষ্যে এমনই উদ্যোগ জেলা প্রশাসনের।

    একাধিক অঞ্চলে স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে সাথে আধিকারিক ও জনপ্রতিনিধি সহ এলাকার শুভ বুদ্ধি সম্পন্ন মানুষজন এগিয়ে আসছেন। এমনই কর্মযোগে অংশগ্রহণ করতে ।