মিষ্টির বাজার মন্দা, জানালেন মিষ্টি ব্যবসায়ী

সৌগত মন্ডল, নতুন গতি:আজকে জামাইষষ্ঠী অর্থাৎ প্রত্যেক জামাই তার শ্বশুর বাড়ি যাওয়ার সময় মিষ্টি নিয়ে যায়, অন্যদিকে শ্বশুরবাড়ির লোকেরা ও জামাইকে মিষ্টিমুখ করার জন্য মিষ্টির অর্ডার দেন। তেমন অর্ডার এবছর আসেনি বলে জানান ব্যবসায়ীরা । অন্যদিকে সারাদেশ জুড়ে করোনা মহামারী চলছে, সে জন্য লকডাউন জারি করা হয়েছে রাজ্যের সকল জেলায়। যার ফলে সবকিছুই বন্ধ যানবাহন থেকে শুরু করে বাজারহাট, দোকানপাট সবকিছুই ,যার ফলে যাতায়াতের কোনো সুযোগ সুবিধা নেই। এবং এই সময় মানুষ প্রায় কর্মহীন যার ফলে আর্থিক সংকট সবার মধ্যেই রয়েছে, তাই তেমন অর্ডার আসেনি এবং তেমন বেচাকেনা হয়নি আজকে মিষ্টি ও দইয়ের।