|
---|
মোহাম্মদ রিপন, নতুন গতি : প্যারা সাঁতারে রাজ্যের সেরা হলেন বীরভুম জেলার ৭জন কন্যা তারা হলেন, প্রতিবন্ধী সাঁতারু সামিমা খাতুন সোনা, রিস্মিতা মাল সোনা, সাহিনা রুপাে, অতুসি লেট রুপো, মমতা রজক রুপো, মলি খাতুন ব্রোঞ্জ, লক্ষী দাস ব্রোঞ্জ। এর আগেও তারা রাজ্যের মুখ উজ্জল করেছিল। তাদের কোচ বদরুদ্দোজা নিজে একজন প্রতিবন্ধী, আর্থিক অনটন উনাকে কখনো থামাতে পারেনি। উনার তত্বাবধানে মেয়ে গুলো একের পর এক সাফল্যর মুখ দেখলেও মেয়ে গুলোর আর্থিক অবস্থা বারবার ভাবাচ্ছে। কোচ বদরুদ্দোজার কথায় যদি এই মেয়েগুলো ঠিকমতো সহযোগিতা পায় তবে ভারতের মুখ একদিন উজ্জল করার ক্ষমতা রাখে। মুখ্যমন্ত্রীর কাছে বিনীত নিবেদন আপনার সহযোগিতা পেলে মেয়েগুলো সঠিক লক্ষ্যে উপনীত হবে।