|
---|
আজাহারউদ্দিন : করোনা আবহে পরিস্থিতিতে হাসপাতালে দিন দিন রক্তের সংকট দেখা দেয় তা নিরসনের জন্য এগিয়ে আসলেন সৈয়দ মনিরুল হুদা সোসাইটি।আরামবাগ শহরে লাইট হাউসে সরকারি নির্দেশ অনুযায়ী ও সামাজিক দুরত্ব বজায় রেখে রক্তদান শিবির করা হয়। শিবিরে উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী সুজাতা মন্ডল।এছাড়া ও উপস্থিত ছিলেন সৈয়দ মনিরুল হুদা সোসাইটি র সভাপতি তথা বিশিষ্ট শিল্পপতি সৈয়দ জিয়াজুর রহমান।সুজাতা মন্ডল সংক্ষিপ্ত বক্তব্যে রক্তদান গুরুত্ব তুলে ধরেন রক্তদান মানে জীবন দান।তিনি বলেন লকডাউনে র ফলে এই সোসাইটি যেভাবে মানুষের জন্য নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা,আম্বুলেন্স পরিষেবা বিনামূল্যে, যশ ঝড়ের দাপটে মানুষের পাশে থেকে বিভিন্ন ভাবে সাহায্য সহযোগিতা করে চলেছেন সেইজন্য সৈয়দ মনিরুল হুদা সোসাইটি র সভাপতি তথা বিশিষ্ট শিল্পপতি সমাজসেবী সৈয়দ জিয়াজুর রহমানের ভূয়শী প্রশংসা করেন। পাশাপাশি তিনি বলেন আমি আরামবাগের মেয়ে পাকাপাকিভাবে আরামবাগ মানুষের পাশে থাকব,লড়াইয়ে হার জিত আছে ,মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি র নির্দেশে আমরা সকলেই ঐক্যবদ্ধ হয়ে যশ ঝড়ের দাপটে মানুষের পাশে থাকার চেষ্টা করছি বলে জানান সুজাতা মন্ডল।করোনা পরিস্থিতিতে সকলকেই মাস্ক সানিটাইজারী ব্যবহার করার , পরামর্শ দেন সৈয়দ মনিরুল হুদা সোসাইটি র সভাপতি তথা বিশিষ্ট শিল্পপতি সমাজসেবী সৈয়দ জিয়াজুর রহমান।এছাড়া ও মহতী রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন উদনা কাদেরিয়া হাই মাদ্রাসা র শিক্ষক সৈয়দ এহতেশাম মামুন, শিক্ষাবিদ আসগার ইমাম, মাওলানা ইশহাক,মাওলানা জাকির হোসেন, আবদুর রহিম, নাজির হোসেন চৌধুরী সহ বিশিষ্টজনেরা এদিন 100 জন রক্তদান করেন।সোসাইটির এই উদোগকে সকলেই সাধুবাদ জানান।