সৈয়দ মনিরুল হুদা ওয়েলফেয়ার সোসাইটির উদোগে শিক্ষক দিবস পালন

আজাহার উদ্দিন:যথাযোগ্য মর্যাদার সহিত শিক্ষক দিবস পালন করল সৈয়দ মনিরুল হুদা ওয়েলফেয়ার সোসাইটি।এই মহতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৈয়দ মনিরুল হুদা ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি তথা বিশিষ্ট শিল্পপতি সৈয়দ জিয়াজুর রহমান,মাদ্রাসার পর্ষদের ডেপুটি সেক্রেটারি সৈয়দ আজিজার রহমান,বিশিষ্ট শিক্ষাবিদ ও প্রাবন্ধিক সেখ হাসান ইমাম, আমানত ফাউন্ডেশন চেয়ারম্যান শাহ আলম,আরামবাগ গালর্স কলেজের অধ্যক্ষ ড,সৈয়দ সাজিদুল ইসলাম, প্রফেসর মোস্তফা জাহির রায়হান, প্রেফেসার শেখ লতিফ উদ্দিন, প্রণব হাজরা, প্রফেসার গৌরীশংকর নাগ, ডঃ বানি প্রসাদ সেন। শিক্ষা দরদি ও শিক্ষা প্রেমী ইয়াসির হায়দার, তৃণমূল ছাত্র পরিষদের জেলার সভাপতি শ্যামবুদ্ধ, সহ-সভাপতি প্রিয়াঙ্কা অধিকারী, নওশাদ মল্লিক ইবাদুল ইসলাম, এ ছাড়াও উপস্থিত ছিলেন আরামবাগ মহকুমার বিশিষ্ট শিক্ষক বৃন্দ।উপস্থিত অতিথিবৃন্দ সকলেই সংক্ষিপ্ত বক্তব্যে ড,সর্বপল্লী রাধাকৃষানান শিক্ষক দিবস পালনের মাধ্যমে বিভিন্ন দিকের কথা তুলে ধরেন।শিক্ষক দিবস ছাত্র ছাত্রীদের সু সম্পর্ক সুনাগরিক গড়ে তোলার আহ্বান জানান।সৈয়দ মনিরুল হুদা ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি সৈয়দ জিয়াজুর রহমান এর উদ্যোগকে সকলেই সাধুবাদ জানান।সমস্ত অনুষ্ঠানের সঞালনা করেন শিক্ষাবিদ সৈয়দ এহতেশাম মামুন, আবদুর রহিম খান ও মাওলানা ঈশহাক।