|
---|
নূরউদ্দিন,দক্ষিণ ২৪পরগণা : অ্যাডভান্সড সোসাইটি ফর হেড মাস্টার্স এন্ড হেড মিসস্ট্রেসেস রাজ্য জুড়ে সংঘবদ্ধ প্রধান শিক্ষক/ প্রধান শিক্ষিকাগণের একমাত্র সংগঠন। প্রধান শিক্ষকগণের পেশাগত সমস্যা/সমাধান সংক্রান্ত বিষয়ে আলোচনা ও প্রাসঙ্গিক দাবি/প্রস্তাব পেশ করার উদ্দেশ্যে গঠিত অ-রাজনৈতিক সংগঠন। পঞ্চম বার্ষিক সাধারণ সভা আজ ধামুয়া বালিকা বিদ্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হল।
সারা জেলা থেকে দুই শতাধিক প্রধান শিক্ষক, প্রধান শিক্ষিকা আজকের এই সাধারণ সভায় অংশ গ্রহণ করেন। এদিন সারা দিনের কর্মসূচি ছিল।
এদিন অ্যাডভান্সড সোসাইটি ফর হেডমাস্টার্স অ্যান্ড হেডমিস্ট্রেসেসের রাজ্য সম্পাদক চন্দন মাইতি বলেন, বর্তমানে প্রতি দিন প্রধান শিক্ষকদের উপর অ-পেশাগত, শিক্ষা বহির্ভূত কাজের চাপ ক্রমশ চেপে বসছে। ফলে শ্রেণী কক্ষে পাঠদান করা বা পাঠদান নিয়মিত লক্ষ্য-নজর করা বা তার উন্নতি ঘটানো এখন প্রধান শিক্ষকের কাছে গৌন হয়ে পড়েছে। পাশাপাশি ক্রম বর্তমান চাপের ফলে তাঁদের ব্যক্তি জীবন দুর্বিসহ হয়ে পড়েছে। চাপ সহ্য করতে না পেরে অনেকেই মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। গড়িয়ার প্রধান শিক্ষক মৌলিনাথ চৌধুরী এই ঘটনার সাম্প্রতিকতম উদারণ।
সভায় অন্যান্য প্রয়াত প্রধান শিক্ষকগণের পাশাপাশি মাননীয় মৌলিনাথবাবুর স্মৃতিচারণ করা হয় এদিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি হরিদাস ঘটক, রাজ্য সম্পাদক চন্দন মাইতি, ইন্টার ডিস্ট্রিক্ট কো অর্ডিনেটর আলতাফ শেখ, জেলা অবজারভার… সহ জেলা, সাব ডিভিশন ও ব্লক নেতৃত্ব। প্রতিটি সাব ডিভিশনের দুজন বক্তা বক্তব্য রাখেন।
আলোচনায় বিদ্যালয়গুলিতে শিক্ষক ও শিক্ষা কর্মীর শূণ্য পদ, ডেটা এন্ট্রি অপারেটর ও নৈশ প্রহরী না-থাকা, প্রধান শিক্ষকের বেতন বঞ্চনার কথা উঠে আসে। তবে প্রধান শিক্ষকদের শিক্ষা বহির্ভূত কাজ থেকে অব্যাহতি দিয়ে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার দাবি-ই মুখ্য হয়ে ওঠে।
সংগঠনের রাজ্য সম্পাদক মাননীয় চন্দন মাইতি তাঁর বক্তব্যে স্পষ্ট করেন, প্রধান শিক্ষকগণের পেশাগত জীবন ও ব্যক্তি জীবনের নিরাপত্তার পাশাপাশি শিক্ষা পরিবেশের স্বার্থে, ছাত্রছাত্রীদের স্বার্থে এই দাবি মানতেই হবে। প্রয়োজনে এই দাবিতে সংগঠন বৃহত্তর আন্দোলনে নামবে। তিনি সকল মাননীয় সদস্য/সদস্যাগণকে ‘আরও বেঁধে বেঁধে থাকার’ আহ্বান জানান।