“আর নয় নীরবতা, এবার আমরা চাই বদলা” স্লোগানে মুখরিত লক্ষীকান্তপুর

সাইমুন রাসেল, দক্ষিণ ২৪ পরগণা: কাশ্মীরের পুলওয়ামায় ভারতীয় সেনাদের হত্যাকাণ্ডের প্রতিবাদে সারা দেশ মুখরিত প্রতিবাদ মিছিলে। উত্তেজনার আঁচে ফুটছে কাশ্মীর থেকে কন্যাকুমারী। প্রতিবাদের আগুন ভারতীয়দের চোখে মুখে। সারা দেশের সঙ্গে তাল মিলিয়ে এই প্রতিবাদ মিছিলে সামিল হল লক্ষীকান্তপুরের একটি সংগঠণ লক্ষীকান্তপুর ইউথ ফেডারেশন। তাদের উদ্যোগে কুলপি – মন্দির বাজার রোডে শত শত যুবক ছেলেরা মৌমবাতি মিছিলে সামিল হন। মিছিল থেকে আওয়াজ ওঠে “আর নয় নীরবতা, এবার আমরা চাই বদলা”

    গত বৃহস্পতিবার কাশ্মীরের পুলওয়ামায় সিআরপিএফ জওয়ানদের কনভয়ে জঙ্গিরা ভারতীয় সেনাদের গাড়িতে বিষ্ফোরণ ঘটায়,শহীদ হন ৪৪ জন ভারতীয় জওয়ান। এই ঘৃণ্য জঙ্গি হামলার ধিক্কার জানিয়ে শহীদ জওয়ানদের পরিবারের প্রতি সমবেদনা জানান দেশের সমস্ত রাজনৈতিক দলের নেতা-নেতৃত্বরা।

    পিছিয়ে নেই লক্ষ্মীকান্তপুরের সৌরভ হালদার ও স্বরূপ দেবনাথ এবং প্রীতম দাসের মতো যুবকরাও। তাদেরই নেতৃত্বে শতাধিক যুবক লক্ষ্মীকান্ত পুর, বিজয় গঞ্জ বাজার, আখড়াবেরিয়া এলাকায় মোমবাতি – মৌন মিছিল করে লক্ষ্মীকান্ত পুর স্টেশনের কাছে বীর সহিদ দের উদ্যেশ্যে নিরবতা পালন ও শ্রদ্ধা জানায়। দেশের যুবকদের এইরকম আবেগ একমাত্র স্বাধীনতা আন্দোলনের সময়ই প্রতিফলিত হত। আজ আবার এক ঘটনায় সারা দেশের যুব সম্প্রদায়ের মধ্যে সেই আবেগ জাগিয়ে দিল সেই দেশপ্রেম,সেই দেশভক্তি। আবারও তারা নামল রাস্তায়,তুলল স্লোগান “আর চাইনা নীরবতা এবার আমরা বদলা চাই, প্রতিশোধ চাই,”