|
---|
আসমা খাতুন ,বর্ধমান : আশরাফুদ্দিন বাবু পূর্ব বর্ধমানের এমন একটি নাম যাকে বিপদের বন্ধু বলেই সকলে জানে । বাবা প্রাক্তন এগ্রিকালচার ডিরেক্টর তিনি নিজে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর পি এর দায়িত্ব পালন করেছেন ,বড় কোম্পানির ডিরেক্টর ছিলেন আর সেই তিনি অর্থাৎ বাবু দিন রাত মানুষের সেবায় জীবন ব্যায় করছেন । আজ নিজ গ্রাম খণ্ডঘোষের পুরিহা গ্রামে আবারো রক্তদান শিবির তার প্রচেষ্টায় ।অবিরাম ক্লান্তিহীন এক রক্ত যোদ্ধা রক্তের অভাব ঘুচাতেয় হবে এই যার ব্রত কে করবে তাকে রোধ ।আজ ও নিজ গ্রামে রক্ত দিয়ে কচি কাঁচাদের উদ্বুদ্ধ করলেন সবার প্রিয় বাবুদা ।গোটা জেলা রাজ্য তথা তথা দেশে রক্ত সংগ্রহের এমন উদাহরণ কোথায় দেখতে পাওয়া যায়নি ।শুধু রক্ত নয় নিজ গ্রামের আদিবাসী অল্প বয়স্ক ড্রাইভার গাড়ি দুর্ঘটনায় নিহত হয়েছে তার বিধবা স্ত্রীর কাছে অর্থ সাহায্য করলেন এমনকি পিতা হারা দুই সন্তানের মায়ের কাজের ব্যবস্থা করার দায়িত্ব নিজের মাথায় তুলে নিলেন । প্রশংসা পছন্দ করেন না মানুষের সেবা করায় তার নেশা । মানুষের পাশে দাঁড়ানো এবং বেশি করে থ্যালাসেমিয়া ও ক্যান্সার রোগীদের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে বাবুদার বিকল্প কেও নেই । সরকারি ভাবে অনেক মানুষ পুরস্কৃত হন কিন্তু এতো ভালো কাজ করার পরও আশরাফুদ্দিনের নাম বিবেচিত হয়না এতে অবাক সাধারণ মানুষ ।