আফগানিস্তান: তালিবানের কব্জায় ভারতীয়রা, বেশ কয়েক ঘণ্টা পর দেওয়া হয়েছে মুক্তি

নতুন গতি নিউজ ডেস্ক: আফগানিস্তানে তালিবানের কব্জায় ভারতীয়রা। কাবুল বিমানবন্দরের আশেপাশের এলাকা থেকে প্রায় দেড়শো জনকে আটক করেছে তারা। তাঁদের মধ্যে বেশিরভাগই ভারতীয়। আটকদের মধ্যে রয়েছেন শিখ আফগানিরাও। এমনই দাবি আফগান সংবাদমাধ্যমের। বেশ কয়েক ঘণ্টা পর অপহৃতদের মুক্তি দেওয়া হয়েছে বলে খবর সূত্রের। জিজ্ঞাসাবাদের পর অপহৃতদের মুক্তি দিল তালিবান।অপহরণের অভিযোগ প্রথমে অস্বীকার করে তালিবান।

    যদিও এ ব্যাপারে সরকারিভাবে কিছু জানা যায়নি। অন্যদিকে, অপহরণের অভিযোগ প্রথমে অস্বীকার করেছে তালিবান। তারা  দাবি করেছিল, সমস্ত ভারতীয়কে সুরক্ষিত জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের অপহরণ করা হয়নি।

    ভারতীয়দের নিয়ে তালিবান দাবি করে, তাঁদের বিমানবন্দরের ভেতরে নিয়ে যাওয়া হয়েছে। তালিবানের পক্ষ থেকে দাবি করা হয়, দ্বিতীয় গেট দিয়ে ভারতীয়দের ভেতরে নিয়ে যাওয়া হয়েছে।

    এর আগে সূত্র উল্লেখ করে জানানো হয়, যাঁদের তালিবান কব্জায় নিয়েছে, তাঁদের কোথায় নিয়ে যাওয়া হয়েছে, সে ব্যাপারে স্পষ্টভাবে কিছু জানা যায়নি। যদিও তালিবান এই অভিযোগ অস্বীকার করে। তালিবানের মুখপাত্র আহমদুল্লা ওয়াসিক ১৫০ জনের বেশি লোককে অপহরণের অভিযোগ অস্বীকার করে।

    কাবুল বিমানবন্দরে বড় বিমানের ওঠা-নামায় অসুবিধা রয়েছে। এ জন্য সেদেশে  আটকে থাকা ভারতীয়দের উদ্ধার-কৌশল বদল করল নয়াদিল্লি। ঠিক হয়েছে, কাবুল থেকে ছোট ছোট দলে ভাগ করে উদ্ধার করবে ভারতীয় বায়ুসেনা। এজন্য কাজে লাগানো হচ্ছে ওয়ান থার্টি জে হারকিউলিস বিমান। আজ ৯০ জনকে উদ্ধার করে আনা হয় তাজিকিস্তানে। পরে আবার ওই বিমান ফেরত যাবে কাবুলে। বাকিদের উদ্ধার করে আনা হবে তাজিকিস্তানে। সেখান থেকে সি-সেভেন্টিন গ্লোবমাস্টারে চড়ে দেশে ফিরবেন ভারতীয়রা।

    এর আগে ভারতের তরফে জানানো হয়, কাবুল বিমানবন্দরের টারম্যাকে বহু লোকের ভিড়। সেই কারণে সি-সেভেন্টিনের মতো বড় বিমান অবতরণ ও টেক অফে সমস্যা হচ্ছে। সেই কারণে তিনদিন ধরে তাজিকিস্তানে আটকে রয়েছে ভারতীয় বায়ুসেনার সি-সেভেন্টিন বিমান। এখনও কাবুলে আটকে দু’শোর বেশি ভারতীয়। দ্রুত তাঁদের দেশে ফেরাতে আমেরিকার বিদেশ সচিব অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গে আলোচনা চলছে ভারতের।