|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: “প্রায় ৫০০ জন প্রাক্তন আধিকারিককে ক্ষমতায় আসার পর হত্যা করেছে তালিবান” উঠে এসেছে এমনই এক চাঞ্চল্যকর তথ্য।
জানা গেছে, আমেরিকার সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগে তাঁদের হত্যা করা হয়েছে। তার মধ্যে বেশ কয়েকজন আফগান সেনার প্রাক্তন অফিসারও রয়েছেন।
একটি রিপোর্টে জানা গেছে বাঘলান প্রদেশে ৮৪ জন প্রাক্তন আমলা বা সেনা আধিকারিককে খুন করেছে তালিবান। কান্দাহারে নিরুদ্দেশ অন্তত ১১৪ জন আমলা। ক্ষমা করে দেওয়া অজুহাতে আমলাদের গোপন ডেরা থেকে ডেকে এনে হত্যা করছে তালিবান।
যদিও তালিবানের দাবি তাদের বদনাম করার জন্য এই ভুল তথ্য তুলে ধরা হচ্ছে।