|
---|
পারিজাত মোল্লা : ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দ মহারাজের বিশালাকার মূর্তি প্রতিষ্ঠিত হল কলকাতার টালিগঞ্জে করুণাময়ী ব্রিজ সংলগ্ন স্বামী প্রণবানন্দ উদ্যানে। রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী অরূপ বিশ্বাসের উদ্যোগে এই মূর্তি প্রতিষ্ঠিত হয়েছে। মূর্তির উদ্বোধন করেন ভারত সেবাশ্রম সংঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ। তিনি বলেন, স্বামী প্রণবানন্দ মহারাজের আদর্শে মানুষের মধ্যে সেবা কাজ ছড়িয়ে দেওয়া এবং সকল মানুষের মধ্যে সেবা ভাব ফুটিয়ে তোলাই সংঘের মূল লক্ষ্য। মন্ত্রী অরুপ বিশ্বাস বলেন, ধর্ম নিয়ে কোনো রাজনীতি নয়। এই সরকার যা কথা দেয় সেই কথা রাখে। স্বামী প্রণবানন্দ মহারাজের মূর্তি প্রতিষ্ঠায় তা আবার প্রমানিত হল।