|
---|
ডায়মন্ডহারবার : নুরউদ্দীন : নেশা নয়, সুস্থ শরীর। যুব সমাজকে এই বার্তা দিতেই সম্প্রীতি সচেতনতা শিবিরের আয়োজন করল ফলতা ব্লক হাসপাতাল। তামাকজাত সামগ্রী প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে সেবন করলে কী কী ক্ষতি হতে পারে তা নিয়েই সচেতন করা হল ছাত্র ছাত্রীদের। এল জে ডি পাবলিক স্কুলে অনুষ্ঠিত হল এই শিবির। শিবিরে উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলার প্রতিনিধি সিন্ধু ভুষন বেরা। তামাকজাত দ্রব্য ব্যবহারে কী কী মারণ রোগ হতে পারে সে সব বিষয় গুলি নিয়ে সচেতন করা হয়। লক্ষ্য করা যায় তামাকের নেশা খুব অল্প বয়স থেকেই ছেলে মেয়েরা শুরু করে। তাই তামাক মুক্ত শিক্ষা প্রতিষ্ঠান গড়ার লক্ষ্যে এবং স্কুল স্তর থেকেই নেশার শিকড় কে উপড়ে ফেলার বার্তা দেওয়া হল উপস্থিত পড়ুয়াদের।