তামিলনাড়ুর ডাক্তার বিষ্ণুপ্রিয়া করোনা আক্রান্তে মৃত্যু শেষকৃত্য করে তামিলনাড়ু মুসলিম যুবকেরা

 

    নতুন গতি ওয়েব ডেস্ক:
    করোনা আক্রান্ত মৃত্যুর লাশ কেও সৎকার করতে চাইছেন না যদিও মুসলিম স্বেচ্ছাসেবকরা দেদার কাজ করেছে৷ সারা দেশের বেশ কয়েকটি রাজ্যেই এই পদক্ষেপ নিয়েছে তারা৷ মুম্বইতে একটি মুসলিম কবরস্থানের কর্মীরা  স্বতঃপ্রণোদিত হয়ে হিন্দুদের শেষকৃত্য করছেন নিষ্ঠার সঙ্গে৷ পরিবারকে জোগাড় করে দিচ্ছেন ডেথ সার্টিফিকেটও৷ মানবতার নজির সৃষ্টি করছেন এই মুসলিমরাই৷
    তামিলনাড়ুর খ্যাতনামা গাইনিকোলজিস্ট ডাক্তার বিষ্ণুপ্রিয়া সম্প্রতি থাঞ্জাভুরের একটি বেসরকারি হাসপাতালে করোনা ভাইরাস আক্রান্ত হয়ে মারা গেছেন৷ তার শেষকৃত্য নিয়ে সমস্যা দেখা দিচ্ছিল৷ এই সময় মুশকিল আসানের ভূমিকা পালন করে তামিলনাড়ু মুসলিম মুন্নেত্রা কাজগম ও মনিথানেয়া মাক্কাল কাচির একদল স্বেচ্ছাসেবক৷
    ডাক্তার বিষ্ণুপ্রিয়ার পরিবারের সদস্যদের অনুরোধে তারা অ্যাম্বুলেন্সে লাশ নিয়ে গিয়ে কুম্বাকোনাম পেরুমান্ডি সিমেট্রিতে শেষকৃত্য সম্পন্ন করে৷ ডাক্তার বিষ্ণুপ্রিয়া একজন খ্যাতনামা গাইনিকোলজিস্ট ছিলেন৷ তার স্বামী ডাক্তার রামমূর্তিও একজন পরিচিত সার্জেন৷এমএমকের সভাপতি এম এইচ জহিরুল্লাহ বলেন, প্রাণের ঝুঁকি নিয়ে এইসব যুবকরা প্রশংসনীয় ভূমিকা পালন করে চলেছেন৷ টিএমএমকে ও এম এমকের স্বেচ্ছাসেবীরা ইতিমধ্যে ২০০ টি মৃতদেহ সৎকার করেছেন৷ এর মধ্যে ১৬২ টি ভিন ধর্মের৷ করোনায় মৃত নয় এমন ব্যক্তিও এর মধ্যে রয়েছে৷ রাজ্যে করোনায় মৃতদের মধ্যে ১০ শতাংশের শেষকৃত্য করেছেন এই যুবকরা৷ তাদের এই কাজের প্রশংসা আসছে বিভিন্ন মহল থেকে৷