|
---|
শেখ আরেফুল : তমলুক কাঁথি দেশপ্রান ব্লকের অন্তরগত মুন্ডপাড়া ভলিবল এসোসিয়েশন এর উদ্দোগ্যে কয়েক হাজার পুরুষ ও মহিলা দর্শকদের উপস্থিতিতে সারা রাত্রি ধরে ৬ দলিয় লীগ কাম নক আউট নৈশ ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। এই খেলা যে দল গুলি অংশগ্রহণ করে নামালডিয়া হরেকৃষ্ণ সংঘ, মুণ্ডুপাড়া সুপারষ্টার, বাসুদেবব্যেড়া একাদশ, মা শীতলা স্পোর্টিং, আরতি শক্তি সংঘ ও ল্যাবনী সংঘ। প্রতিটি দলে ভারতের বিভিন্ন রাজ্যের নামিদামি খেলোয়াড়গন অংশ নেয়। এই খেলার উদ্ধোধন করেন দক্ষ ক্রীড়া সংঘটক জেল ভলিবল সংস্থার সহ সভাপতি বিশ্বজিৎ দত্ত প্রধান অতিথি ছিলেন প্রাক্তন শিক্ষক বিশিষ্ট সমাজসেবী বিরাজ কান্তি গুড়িয়া, আঁউরাই অঞ্চল উপ প্রাধান দেবাশিষ ভুঞ্যা সাহিত্যিক ফুল কুমার বেরা, সমাজসেবী কিঙ্কর শীট, এলাকার পঞ্চায়েত সদস্য অনুপম জানা,জমি দাতা সুপ্রকাশ দাস ট্রফির দাতা প্রভাত বারিক ও অনান্য ব্যাক্তিবর্গ। এই খেলা চ্যাম্পিয়ন হয়ে নামালডিয়া হরেকৃষ্ণ সংঘ সুদৃশ্য ট্রফি সহ নগদ ১৫ হাজার টাকা এবং রানার্স দল মুণ্ডুপাড়া সুপারষ্টার সুদৃশ্য ট্রফি সহ নগদ ১০ হাজার টাকা লাভ করে। ক্লাবের সভাপতি মানস বেরা আমাদের প্রতিনিধি শেখ আরেফুল কে জানিয়েছেন যে , প্রতি দলকে ২০ হাজার টাকা টিএ সহ টিফিন ও খাওয়া দাওয়ার দেওয়া হয়। ক্লাবের সম্পাদক সঞ্জয় মন্ডল আগামি দিনে আরো বড় খেলার প্রতিশ্রুতি দিয়ে সবাই কে অভিনন্দন জানান।