টানা বৃষ্টিতে আচমকা ভেঁঙে পরল মাটির বাড়ি

আজিজুর রহমান, গলসি : টানা বৃষ্টির ফলে গলসিতে আচমকা হুড়মুড়িয়ে ভেঙে পরল একটি যৌথ্য পরিবারের বসত বাড়ি। বরাত জোরে রক্ষা পেল বাড়িতে থাকা বেশ কয়েকটি পরিবার। ঘটনায় গৃহ হারা হয়ে পরলেন গলসি ১ নং ব্লকের জাগুলিপাড়া গ্রামের বাসিন্দা সেখ মোরসেলিম, সেখ লালমহম্মদ ও সেখ আলহুদার পরিবার। আলহুদার বিকল্প মাথা গোঁজার ঠাঁই রয়েছে। তবে বাকিরা বর্তমানে প্রতিবেশীদের বাড়িতে আশ্রয় নিয়েছে। জানা গেছে, বিগত দুই তিন দিনের টানা ঝড় বৃষ্টির কারনে মাটির দেওয়াল ভিজে যায়। ফলে দেওয়ালের মাটি নরম হয়ে যায়। এদিন দুপুর নাগাদ ওই বাড়ির উপরের এক অংশ আচমকা হুড়মুড়িয়ে ভেঁঙে পরে। ওই সময় বাড়ির নিচেতে ছিলেন পরিবার সদস্যরা। কেউ কেউ বাড়ির বাইরে ছিলেন। বাড়ির উপরতলায় কেউ না থাকায় পরিবারের সবাই সুস্থ রয়েছে। তবে বাড়িতে থাকা আসবাব সহ বহু জিনিস নষ্ট হয়েছে বলে জানান পরিবারের লোকেরা। স্থানীয়রা জানান,পরিবারের সদস্য মোরসেলিম ও লালমহম্মদ প্রান্তিক চাষি। কোন ক্রমে চাষাবাদ করে সংসার চলে তাদের। বসত বাড়ি ভেঁঙে পরায় চিন্তায় পরেছে তারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় গলসি থানার পুলিশ। এদিকে বাড়ির অন্যদিকের অংশ হেলে পরেছে। যেকোন সময় গোটা বাড়ি ভেঙে পরার আশঙ্কা রয়েছে বলে জানান পরিবারের লোকেরা।