|
---|
নিজস্ব প্রতিনিধি, নতুন গতি নদীয়া; চিকিৎসার নামে এক তান্ত্রিক নিশংস পুড়ালো এক বছর দশেকের শিশুকে।ঘটনাটি ঘটেছে নদীয়ার নাকাশিপাড়া থানার কাঁঠাল বেরিয়া গ্রামে সূত্রে খবর ওই গ্রামে অনেকদিন ধরে এর তান্ত্রিক চিকিৎসার নামে বহু দূর-দূরান্ত থেকে লোকজন আসতো গত বুধবার নাকাশিপাড়া থানার গ্রামের বাসিন্দা বছর দশকের জাহাঙ্গীর শেখ তার মা আরফিনা বিবি চিকিৎসার জন্য ওই তান্ত্রিক নিয়ে যায়। ওই শিশুটির মা আরফিনা বিবি কাছ থেকে ১০ হাজার টাকা চুক্তি হয়। তারপরে চিকিৎসা শুরু করে লঙ্কা, ঘি, গরম তেল, কাথের আগুন পোড়ানো হয় ওই শিশুটিকে। শনিবার বাচ্চা আনতে গেলে ওই শিশুটির নিচঅংশ পুড়ে যায় অজ্ঞান অবস্থায় বাড়ি নিয়ে আসি নিয়ে আসার পরে মৃত্যু হয় স্থানীয় লোকজন নাকাশীপাড়া থানায় খবর দিলে পুলিশ এসে ওই শিশুটিকে উদ্ধার করে নাকাশিপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে ওই শিশুর পরিবারের তরফ থেকে তান্ত্রিক টুনটুন এর বিরুদ্ধে লিখিত অভিযোগ করে নাকাশীপাড়া থানায়।পুলিশ তান্ত্রিক টুনটুনিকে গ্রেফতার করেছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।