|
---|
নিজস্ব সংবাদদাতা: আজ ডোমকল বাজার ব্যবসায়ী সমিতি হলে অনুষ্ঠিত হল তানবির কাজি সম্পাদিত অন্যমুখ পত্রিকার প্রকাশ ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান। এই অনুষ্ঠানে সংবর্ধিত করা হয় ঔপন্যাসিক অভিজিৎ রায়, কবি ও সম্পাদক এবাদুল হক (মরনোত্তর) ও কবি এম এ ওহাবকে। অন্য একজন হলেন পরিচালক প্রসূন চ্যাটার্জী। তিনি অনুপস্থিত ছিলেন। সভামুখ্যর আসন অলংকৃত করেন সাহিত্যিক সামশুল আলম। বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন ডোমকলের বিধায়ক জাফিকুল ইসলাম।
অনুষ্ঠানের শুরু হয় নাফসা আজমীর কণ্ঠে উদ্বোধনী সংগীত এবং পত্রিকার সভাপতি বিভাস বিশ্বাসের স্বাগত ভাষণের মধ্য দিয়ে। পত্রিকা প্রকাশ করেন উপস্থিত অতিথি নিখিলকুমার সরকার, এম নাজিম, মুসা আলি, বাইজিদ হোসেন প্রমুখ। পত্রিকা প্রকাশের পর সম্পাদক বলেন, অন্যমুখ পত্রিকা সমাজ এগিয়ে নিয়ে যাবার জন্য যা যা করা দরকার করবে। সঙ্গে সাধারণ মানুষদের উদ্দেশ্যে বলেন, সমাজের পরিবর্তন তখনই হবে যখন সবাই নিজেকে পরিবর্তন করবে। সেখানে কবি এম এ ওহাব তাঁকে প্রস্তাব দেন ডোমকলের বইমেলা চালু করার জন্য।
প্রস্তাবে বলেন, ২০১৩ সালে ডোমকল যখন পঞ্চায়েত এলাকা ছিল তখন থেকে ২০১৭ পর্যন্ত বইমেলা হয়। তারপর বন্ধ। এখন আমরা বইমেলা চাইছি। সেই প্রেক্ষিতে বিধায়ক বলেন, আমি ডোমকলকে সাজাব। সঙ্গে বলেন, বইমেলা অবশ্যই হবে।কবিতা পাঠ করেন ইলবাস আলি, সাহিন আক্তার, প্রতীপ হালদার, সাইদুল ইসলাম, কালাম শেখ, খন্দকার ওমর ফারুক, আশিকুল আলম বিশ্বাস প্রমুখ। সংগীত পরিবেশন করেন প্রাচী কুন্ডু, সায়রা বানু। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাশিদুল বিশ্বাস।