|
---|
পারিজাত মোল্লা : বৃহস্পতিবার বিকেলে প্রমিত মুখার্জীর তাসাম ফ্যাশন স্টুডিও – র ১০ বছর পূর্তির অনুষ্ঠান হয়ে গেল কলকাতার আইসিসিআর – হলঘরে । অনুষ্ঠানে তারকাদের উজ্জ্বল উপস্থিতির সঙ্গে তাসাম্ ফ্যাশন স্টুডিও – র কর্ণধার প্রমিত মুখার্জী আনুষ্ঠানিক উদ্বোধন করলেন এই ফ্যাশন ব্র্যান্ডের ওয়েবসাইট। সঙ্গে এও জানালেন, -“তাসাম্ ফ্যাশন স্টুডিও – র নতুন আউটলেট খুলছে লেক ভিউ রোড এলাকায়”। এর সাথে সাথে এদিন তাসাম্ ফ্যাশন স্টুডিও – র থিম সং ও লঞ্চ করা হয় এই অনুষ্ঠানে। পিছিয়ে পড়া, সংবেদনশীল শিশুদের বিশেষ উপহার বিতরণ করেন প্রমিত। তিনি বলেন, ‘ তাসাম্ ফ্যাশন স্টুডিও – র এই দশ বছরের অভিযানে বহু মানুষকে পাশে পেয়েছি। শহর কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে ফ্যাশন কে সবার মধ্যে ছড়িয়ে দিয়েছে এই সংস্থা, আমাদের এই দশ বছর ব্যাপী সাফল্য সকলের ভালোবাসার ফসল। তাই আজ সেই ভালোবাসা সেই সব মানুষদের সঙ্গে ভাগ করে নিতে চাই। ” অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা ভাস্বর চ্যাটার্জী, কাঞ্চনা মৈত্র, সুচন্দ্রা ভানিয়া, ডক্টর সপ্তর্ষি বসু, গৌতম দে, পণ্ডিত মল্লার ঘোষ, সুচরিতা মুখার্জী, পণ্ডিত প্রদ্যুৎ মুখার্জী, পরিচালক অরুণিমা দে, পরিচালক পারমিতা মুন্সী, পায়েল বর্মা, ইন্দ্রাণী গাঙ্গুলী প্রমুখ।