তারাপীঠে চোলাই বন্ধের নির্দেশ কৃষিমন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের

|

    আজিম শেখ :নতুন গতি, তারাপীঠ

    সরকারি দোকান থেকে মদ বিক্রি বাড়াতে তারাপীঠে কৌষিকী অমাবস্যায় চোলাইয়ের উপর নিষেধাজ্ঞা জারি করতে চলছে প্রশাসন। ইতিমধ্যে তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পর্ষদের পক্ষ থেকে পুলিশ প্রশাসনকে এবিষয়ে সতর্ক করা হয়েছে বলে জানান পর্ষদের চেয়ারম্যান, কৃষিমন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়।

    তারাপীঠে দিন দিন সরকারি মদের দোকান বেড়েই চলেছে। নিয়মনীতির তোয়াক্কা না করে মন্দিরের আশেপাশেও গজিয়ে উঠছে বার এবং মদের দোকান। দিনের পর দিন সরকারি দোকান বাড়িয়েও চোলাইয়ের দাপট কমানো যাচ্ছে না। ২০১৩ সালের ১৬ ডিসেম্বর তারাপীঠে মৃতদেহ সৎকাজ করতে গিয়ে চোলাই মদ খেয়ে ময়ূরেশ্বর (বর্তমানে মল্লারপুর থানা) থানার মহুলা গ্রাম এবং মাড়গ্রাম থানার কুতুবপুর গ্রামের আট জনের মৃত্যু হয়। এরপরেই নড়েচড়ে বসে প্রশাসন। চোলাই ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান শুরু হয়। কয়েকজনকে গ্রেফতার করা হয়। ফলে বছর দুয়েক চোলাই বিক্রি কিছুটা কমে। এদিকে প্রশাসনের পক্ষ থেকেও চোলাই ঠেকাতে ২১০৬ সালের কৌষিকী অমাবস্যায় সারা রাত মদের দোকান খুলে রাখার সিদ্ধান্ত নিয়েছিল প্রশাসন। হাতেনাতে ফলও পেয়েছিল। সেবার আটটি দোকান থেকে ৩ কোটি ২৫ লক্ষ টাকার সরকারি মদ বিক্রি হয়েছিল। ২০১৭ সালে কয়েকটি জেলায় বন্যার কারনে পুন্যার্থীর সংখ্যা কম হয়েছিল। ফলে মদ বিক্রি কমে দাঁড়িয়েছিল দেড় কোটিতে। কিন্তু গত বছর অর্থাৎ ২০১৮ সালে মদের দোকান বাড়িয়েও সরকারি অনুমোদিত দোকান থেকে মদ বিক্রি হয়েছিল এক কোটি ৮৮ লক্ষ টাকার। ফলে সেবারও ২০১৬ সালের বিক্রির ধারে কাছে যেতে পারেনি। প্রশাসনের একাংশের মতে এর কারন চোলাই মদের রামরমা।

    যদিও তা মানতে নারাজ আবগারি দফতরের সুপারিন্টেনডেন্ট বাসুদেব সরকার। তিনি বলেন, “আমরা সারা বছর চোলাই বন্ধে অভিযান চালাচ্ছি। তবে কৌষিকী অমাবস্যা উপলক্ষে তারাপীঠ সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালানো হচ্ছে। এরমধ্যে রয়েছে রামপুরহাটের ব্রাহ্মণী গ্রাম। তারাপীঠে যাতে কেউ চোলাই খেয়ে অসুস্থ হয়ে না পরেন তার জন্য আমরা অভিযান চালিয়ে যাব। তবে চোলাইয়ের জন্য সরকারি মদের দোকানে বিক্রি কমছে এটা ঠিক নয়”। তবে এবার কি সারা রাত মদের দোকান খোলা থাকবে? তা নিশ্চিত করতে পারেননি বাসুদেববাবু। তিনি বলেন, “আগামী দিনে এনিয়ে মিটিং হবে। সেখানেই সিদ্ধান্ত হবে”।

    কৃষিমন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায় বলেন, “শনিবার কৌষিকী অমাবস্যা নিয়ে প্রাথমিক স্তরে বৈঠক হয়েছে। সেখানেই পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে চোলাই মদ বিক্রি বরদাস্ত করা হবে না। চোলাই মদ সম্পূর্ণ বন্ধ করতে হবে”।