টেট পরীক্ষার্থী ও তাঁর পরিবার দুর্ঘটনার কবলে, দেওয়া হল না পরীক্ষা

সেখ রিয়াজুদ্দিন বীরভূম:- দীর্ঘদিন পর রাজ্যে ১১ ডিসেম্বর রবিবার অনুষ্ঠিত হয় টেট পরীক্ষা।সেই উপলক্ষে পরীক্ষার্থীরা জেলার বিভিন্ন প্রান্তে পরীক্ষা দেওয়ার জন্য নিজেদের পরীক্ষা কেন্দ্রে যাচ্ছিলেন।সেইরূপ এক পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে যাওয়ার আগেই পথ দুর্ঘটনার কবলে পড়ে।জানা যায় যে, সাঁইথিয়া থানার মাজিগ্রাম থেকে দুবরাজপুর ব্লকের হেতমপুর পরীক্ষা কেন্দ্রে ঐ পরীক্ষার্থীর সিট পড়েছিল, সেখানে যাবার পথেই ঘটে বিপত্তি।

    দুর্ঘটনা কবলিত গাড়িটির মধ্যে পরীক্ষার্থী শুভশ্রী দে ছাড়াও ছিলেন তাঁর স্বামী, শাশুড়ি, আড়াই বছরের ছেলে এবং গাড়ির ড্রাইভার। ঘটনাটি ঘটেছে রানিগঞ্জ মোরগ্রাম ১৪ নম্বর জাতীয় সড়কের উপর বীরভূমের সদাইপুর থানার বাঁধেরশোল মোড়ের কাছে। ঘটনায় বেশ কয়েকজন গুরুতর যখম হয়ে পড়ে,খবর পেয়ে স্থানীয় সদাইপুর থানার পুলিশ আহতদের উদ্ধার করে সিউড়ির সদর হাসপাতালে ভর্ত্তি করানোর ব্যবস্থা করেন। টেট পরীক্ষার্থী শুভশ্রী দে জানান, এই দুর্ঘটনার ফলে আমার মানসিক অবস্থা ভালো না থাকায় আজকের টেট পরীক্ষা দেব না।