|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: তথাগত রায় এবং দিলীপ ঘোষের সংঘাত আরও তীব্র হল৷ দলের দুই অভিজ্ঞ নেতা যেভাবে পরস্পরকে আক্রমণ করছেন, তা বিজেপি-র কাছে ক্রমেই অস্বস্তিকর হয়ে দাঁড়াচ্ছে৷ এ বার তথাগত রায়কে সরাসরি দল ছাড়ার পরামর্শ দিলেন দিলীপ ঘোষ৷ পাল্টা দিলীপকে অর্ধ শিক্ষিত বলে আক্রমণ করেছেন তথাগত রায়।
বিধানসভা ভোটে প্রত্যাশার ধারে কাছে পৌঁছতে না পারা এবং তার পর উপনির্বাচনে ভরাডুবির জন্য গত কয়েক দিন ধরেই রাজ্য বিজেপি নেতৃত্বের সমালোচনা করে ট্যুইট করছেন তথাগত রায়। দলের যে নেতাদের তিনি নাম না করে নিশানা করেছেন, তার মধ্যে অন্যতম দিলীপ ঘোষ। বিশেষত তৃণমূল থেকে আসা নেতারা একে একে দল ছাড়ায় সুর আরও চড়িয়েছেন তথাগত রায়।
দিলীপ ঘোষের ছবি সহ কয়েকদিন আগে তিনি ট্যুইটারে লেখেন, ‘দল দালালদের জন্য কোল পেতে দিয়েছিল। গলবস্ত্র হয়ে তাদের এনেছিল। যারা আদর্শের জন্য বিজেপি করত তাদের বলা হয়েছিল, এতবছর ধরে কি করেছেন? আমরা আঠারোটা সিট এনেছি। জুলিয়াস সিজারের মতো ভিনি, ভিডি, ভিসি। এখন ভাঁড়ামো করলে হবে? আজকে বিজেপির শোচনীয় পরিণতি এই সবের জন্যই।’ পশ্চিমবঙ্গে বিপর্যয়ের দায় যে রাজ্য নেতৃত্বকেই নিতে হবে, ট্যুইটারে সরাসরি তাও লিখেছেন তথাগত রায়।
প্রবীণ নেতার একের পর এক মন্তব্যে বিজেপি-র অন্দরে অস্বস্তি বাড়ছিলই৷ এ দিন তথাগত রায়কে নিয়ে প্রশ্ন করা হলে দিলীপ ঘোষও পাল্টা বলেন, ‘যাঁরা দলের জন্য কিছুই করেনি, দল যাঁদের সবচেয়ে বেশি দিয়েছে, তাঁরাই দলের সবচেয়ে বেশি ক্ষতি করেন৷ এটাই আমাদের দুর্ভাগ্য৷ আর কতদিন লজ্জা পাবেন, দল ছেড়ে দিন৷’
দিলীপকে জবাব দিতে ছাড়েননি তথাগতও৷ পাল্টা তাঁর জবাব, ‘আমি যেটা বলব সেটা হয়তো দিলীপ ঘোষ বুঝতেই পারবে না৷ অর্ধশিক্ষিত লোক হলে যা হয় আর কী! দ্বিতীয় কথা হচ্ছে, ওর কথার আমি কোনও গুরুত্বই দিই না৷’ পরে ট্যুইট করেও দিলীপ ঘোষকে নিয়ে নিজের অবস্থানে অনড় থাকেন তথাগত রায়৷ তথাগত স্পষ্ট জানিয়েছেন, দিলীপ ঘোষের মন্তব্যকে বিন্দুমাত্র গুরুত্ব দিচ্ছেন না৷ পরিস্থিতি যেদিকে গড়াচ্ছে তাতে তথাগত রায় এবং দিলীপ ঘোষের কথার লড়াই থামাতে হয়তো বিজেপি-র কেন্দ্রীয় নেতৃত্বকেই হস্তক্ষেপ করতে হবে৷