তাঁতখন্ডের চৌধুরী বাড়িতে আবু মনিরুদ্দিন চৌধুরীর জন্মদিন পালন

রোদ্দুর ইসলাম:-মেমারি : ১৫ আগষ্ট : পূর্ব বর্ধমান জেলার শক্তিগড়ের বড়শুল এলাকার তাঁতখন্ডে নিজ বাসভবন চৌধুরী বাড়িতে স্বভাব কবি, গীতিকার,গায়ক ও ভারতীয় প্রতিরক্ষা বিভাগের প্রাক্তন আধিকারিক আবু মনিরুদ্দিন চৌধুরীর ৮৫ তম জন্মজয়ন্তী পালন, সম্বর্ধনা জ্ঞাপন এবং ত্রৈমাসিক বর্ধমান জাগরনী পত্রিকার ৪৬ তম সাহিত্য সভা অনুষ্ঠিত হয়। সারাদিন ব্যাপী এই মহতী সভা অনুষ্ঠিত হয় বর্ধমান জাগরনী পত্রিকার উদ্যোগে। মেঘমন্ডিত বৃষ্টি বিঘ্নিত এই সভা সফল করে তুলতে সর্বোতভাবে সহায়তা করেন বড়শুল সাহিত্য পরিষদ এবং আবু মনিরুদ্দিন চৌধুরী সাহেবের পরিবারবর্গ। সুচারু এই সভায় মঞ্চাসীন ব্যক্তিবর্গ হলেন বর্ধমান জাগরনী পত্রিকার সভাপতি রত্না রশিদ, কার্যকরী সভাপতি সত্যনারায়ণ মাজিল্যা, সম্পাদক বিকাশ বিশ্বাস, আবু মনিরুদ্দিন চৌধুরী, ঝর্ণা বর্মন,লক্ষণ দাস ঠাকুরা, নিরঞ্জন মন্ডল,সুব্রত মন্ডল, বৈদ্যনাথ কোনার, শম্পা সামন্ত ও দেবদাস ব্যানার্জী প্রমুখ। জন্মদিনের কেক কাটা, বিভিন্ন জনের নানাবিধ উপহার, উত্তরীয়, স্মারক, সন্মাননা পত্র, মিষ্টান্ন ও পুস্তক প্রভৃতির মধ্য দিয়ে কবি, গীতিকার,গায়ক আবু মনিরুদ্দিন চৌধুরীর ৮৫ তম জন্মদিন পালন করার সঙ্গে সঙ্গে ৭৮ তম স্বাধীনতা দিবস পালন করা হয়। উপরিউক্ত ব্যক্তিবর্গের সঙ্গে রমলা মুখার্জী, আশরফী খাতুন,তাপস চ্যাটার্জী, শ্যামাপ্রসাদ চৌধুরী, সেখ জাহাঙ্গীর, সুভাষ কুমার দে, সুফি রফিক উল ইসলাম,কাশীনাথ চট্টোপাধ্যায়, রীতা সাহা, দীপিকা মন্ডল, গীতা দত্ত, আকবর আলি, সেখ নাজমুল, লায়েক ম‌ইনুল হক, প্রিয়াঙ্কা সেন, মালবিকা সেন, সেখ মহম্মদ হাফজাকুল আলম, অচিন্ত্য বন্দ্যোপাধ্যায়,বিপত্তারণ মিশ্র প্রমুখ প্রায় চল্লিশ জন উপস্থিত ছিলেন। বক্তব্য, আলোচনা, কবিতা পাঠ, সঙ্গীতের মধ্য দিয়ে আবু মনিরুদ্দিন চৌধুরীর জন্মদিন ও স্বাধীনতা দিবস পালিত হয়। প্রথমদিকে অল্পসংখ্যক উপস্থিতির কারণে অনুষ্ঠান শুরু হতে বিলম্ব হ‌ওয়ার কারণে আবু মনিরুদ্দিন চৌধুরী সাহেবের ইচ্ছায় শ্যামাপ্রসাদ চৌধুরী ও সেখ জাহাঙ্গীরের সঞ্চালনায় আবু মনিরুদ্দিন চৌধুরী সাহেব কে সন্মাননা জ্ঞাপন করা পুস্পমাল্য, উপহার ও সঙ্গীতের মাধ্যমে। পরে সমগ্ৰ অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন সুফি রফিক উল ইসলাম।