শীতকালে জাতীয় সড়কে দুর্ঘটনা রুখতে রাতের বেলায় গাড়ি চালকদের চা জল সেবা পুলিশদের

নিউ জলপাইগুড়ি: শীত পড়তেই বেড়েছে জাতীয় সড়ক গুলিতে পথ দূর্ঘটনা। কখনও ঘন কুয়াশার কারণে কখনও অসাবধানতা বশত গাড়ি চালনার কারণে। তাই রাতের বেলায় দূর্ঘটনার প্রকোপ কমাতে এক অভিনব উদ্যোগ নিল জলপাইগুড়ি জেলা পুলিশ। রাতের বেলায় গাড়ি চালকদের ঘুমের ভাব কাটাতে পুলিশের তরফে দেওয়া হল চা জল। রবিবার মধ্যরাতে এমনই দৃশ্য দেখা গেল জলপাইগুড়ি-ধূপগুড়ি জাতীয় সড়কে ইন্দিরা মোড়ে। এদিন ময়নাগুড়ি ট্রাফিক পুলিশ হাইওয়ের কর্মীরা প্রত্যেক গাড়িকে থামিয়ে গাড়ির চালকদের দেয় চা ও পানীয় জল।

    জলপাইগুড়ি ময়নাগুড়ি হাইওয়ে ট্রাফিক পুলিশের এক আধিকারিক জানান, শীতকালে রাতে গাড়ি চালাতে চালাতে ঘুমের ভাব আসে। এর ফলে অনেক সময়ই পথ দুর্ঘটনা হয়। তাই ট্রাক চালকদের সতেজ রাখতে চা ও জল পানের ব্যবস্থা করা হয়েছে। এরকম কর্মীসূচী আমরা মাঝেমধ্যেই করে থাকি। আগামীতেও এধরণের কর্মসূচী চলবে।এদিকে পুলিশের এই পদক্ষেপে খুশি সাধারণ মানুষও।পুলিশের এই ভূমিকায় খুশি গাড়ি চালকেরাও।তারা জানিয়েছেন এই শীতের রাত্রে যখন গাড়ি চালাতে হয় এই ঠাণ্ডার মধ্যে,তখন এই চা অনেকটাই শারীরিক এবং মানসিক মনোবল ফিরিয়ে দিতে সাহায্য করবে আমাদের।