|
---|
উজির আলী, নতুন গতি, চাঁচলঃ বৃহস্পতিবার সাত সকালে হঠাৎই মালদহের মালতিপুর বিধান সভার কলকিমোড় এলাকায় একটি চায়ের দোকানে আগুন লেগে যায় । কিছু সময়ের মধ্যেই ভয়াবহ রুপ নেয় আগুন।কয়েক মিনিটের মধ্যে গ্রাস করে নেয় পুরো দোকানটাকে । স্থানীয় বাসিন্দা সুত্রে জানা যায় ,চায়ের দোকানের উনুন থেকেই এই আগুন লাগে। ভয়াবহ আগুনে দোকান ঘেষা একটি সোয়ার ঘর ও ভস্মীভূত হয়ে যায় বলে খবর। বড়সর দুর্ঘটনার আগেই স্থানীয়দের প্রচেষ্টায় তড়িঘড়ি আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয় । আগুন নিয়ন্ত্রনে আসার ফলে দমকল বাহিনী অর্ধ রাস্তা থেকে ঘুরে যায় বলে জানান গ্রামবাসীরা।
ক্ষতিগ্রস্থ মুসতাক আলম জানান, ঘরের মধ্যে ছিল ২৪ মন ধান ও সমস্ত আসবাব পত্র পুড়ে ছাই হয়েছে। তাই চিন্তার ভাঁজ পরেছে মুসতাকের। কাছে। সূত্রের খবর, কৃষিভূমি হীন মুসতাক ও তার পরিবার ক্ষেত মজুরের কাজে লিপ্ত। লোকের জমিতে কাজ ধান কেটে জোগাড় হয়েছিল ২৪ মন আমন ধান, সমস্ত টাই পুড়ে ছাই।
ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে সরকারি ত্রানের আবেদন করব বলে জানান ক্ষতিগ্রস্থ মুসতাক আলম।