|
---|
সফিকুল আলম,নতুন গতি,মালদা : মালদহের হরিশ্চন্দ্রপুরের মহেন্দ্রপূর গ্রাম পঞ্চায়েতের ইসলামপুর গ্রামে নর্শা মহলদার(৫৫) গত কয়েকদিন মারা যান।পরিবারের রয়েছে ছেলে মেয়ে বউ।পরিবারের আয়ের উৎস ছেলে মংলা। মংলা পেশায় জেলে,কি ভাবে পিতার শেষকৃত্য করবে তাই নিয়ে চিন্তায়।তবে কাজ সে রকম নেই,তাই বাড়িতে আর্থিক সংকট দেখা দিয়েছে। এই পরিস্থিততে মংলা অভাবের কথা জানায় পড়ার ছাত্র নেতা বিমান ঝা কে। তারপর বিমান ঝা এই সমস্যার কথা জানান মালদা জেলার তৃণমূল কংগ্রেসের সাধারন সম্পাদক তথা শিক্ষক বুলবুল খান কে।
বুধবার দিন দুপুর বেলা বুলবুল খান মংলার পরিবারকে শেষকৃত্যের জন্য আর্থিক অনুদান করেন বুলবুল খান।তিনি পরই মহেন্দ্রপুর অঞ্চলের ইসলামপুর গ্রামে মহালদার পাড়ায মাংলা মহালদারের বাড়িতে তার পিতার মৃত্যুর কারণে আর্থিক সংকটে পড়ে তার পরিবার বাবার শেষকৃত্য করতে কোন রকম পরিস্থিতিতে যাতে কোনো রকম কোনো অসুবিধা না হয় তার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিলেন মালদা জেলার তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মাননীয় বুলবুল খান।
এদিন বুলবুল খান বলেন লকডাউনে মানুষের পাশে দাঁড়িয়েছিলাম,এখনও অসহায় মানুষের পাশে আছি ও শেষ জীবন অবধি আমি অসহায় মানুষের পাশে থাকবো।