ঝাড়গ্রাম জেলা সহ জঙ্গলমহলের ১২ জন দুঃস্থ – মেধাবী শিক্ষার্থীর পাশে দাঁড়ালেন শিক্ষক হেরম্বনাথ চক্রবর্তীর

নিজস্ব সংবাদদাতা,ঝাড়গ্রাম: আবারও সমস্যায় থাকা শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে এগিয়ে এলেন জঙ্গলমহলের মানব দরদী শিক্ষক হেরম্বনাথ চক্রবর্তী।হেরম্ববাবু যেমন একাধারে মানুষ গড়ার কারিগর, তেমনই একজন অগ্রণী সমাজবন্ধু। একদিকে যেমন আম্ফান বিধস্ত দীঘার সমুদ্র উপকুলবর্তী মানুষের পাশে তিনি দাঁড়িয়েছেন, তেমনি ইয়াস তান্ডবে বিপর্যস্ত সাগরদ্বীপ এলাকার অসহায় মানুষের পাশেও তিনি দাঁড়িয়েছেন। পাশাপাশি অর্থের অভাবে চিকিৎসা বন্ধ হয়ে যাওয়া ক্যান্সার আক্রান্ত শিক্ষার্থীর পাশে তিনি বারবার দাঁড়িয়েছেন। এবারে তিনি জঙ্গলমহলের ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া জেলার মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক উত্তীর্ন মোট বারো জন দুঃস্থ ও মেধাবী শিক্ষার্থীর প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে মোট ষাট হাজার টাকার এককালীন স্কলারশিপ তুলে দিলেন শিক্ষক হেরম্বনাথ চক্রবর্তী।বর্তমানে বাঁকুড়া জেলার তালডাংরা থানার কদমা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকতা করেন হেরম্ববাবু। আগে শিক্ষকতা করতেন ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর-১ এর নয়াবসান জনকল্যাণ বিদ্যাপীঠে। হেরম্ববাবু জানান, বাঁকুড়া বিশ্বপ্রেমিক সঙ্ঘ আশ্রমের অধ্যক্ষ প্রবীন সন্ন্যাসী স্বামী প্রশান্তানন্দ মহারাজের জীবনাদর্শ তার জীবনকে গভীর ভাবে প্রভাবিত করেছে।গুরুদেবের প্রতি শ্রদ্ধাশীল হয়েই তিনি এই স্কলারশিপ চালু করেছেন

     

    এই স্কলারশিপের উদ্দেশ্য হলো, অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া দুঃস্থ ও মেধাবী শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার ক্ষেত্রে যতটা সম্ভব আর্থিক সহায়তা প্রদান এই বছর মোট বারোজন শিক্ষার্থীকে এই স্কলারশিপ প্রদান করা হলো l স্কলারশিপ প্রাপকের তালিকায় আছেন পুরুলিয়া জেলার দরদা খেলু হেমব্রম উচ্চ-মাধ্যমিক বিদ্যালয়ের দৃষ্টিহীন শিক্ষার্থী আলোমনি মাহাতো, বাঁকুড়া জেলার কুসুমটিংরি হাই স্কুলের প্রতিবন্ধি ছাত্র সোমজিৎ সিংহ মহাপাত্র, ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ির প্রত্যন্ত গ্রামের বাসিন্দা,বামুনডিহা উচ্চ-মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী রিয়া মাহাতোর মতো শিক্ষার্থীরা l প্রত্যেকেই অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া পরিবারের সদস্য l কেউ স্বপ্ন দেখে আগামী দিনে শিক্ষক হয়ে সমাজ গঠনে উল্লেখ যোগ্য ভূমিকা গ্রহনের, কেউ স্বপ্ন দেখে পাইলট হয়ে মুক্ত আকাশে ডানা মেলে স্বাধীন ভাবে উড়ার,কেউ স্বপ্ন দেখে বিজ্ঞান নিয়ে গবেষণা করার l কিন্ত প্রত্যেকেরই স্বপ্ন পূরণের পথে প্রধান বাধা আর্থিক অস্বচ্ছলতা । এহেন পরিস্থিতিতে এই স্কলারশিপ পেয়ে সকলেই খুশীl মানবদরদী শিক্ষকের এহেন মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সর্বস্তরের মানুষ l