|
---|
নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর : পাঁচজন কৃতি শিক্ষক-শিক্ষিকাকে সম্মাননা জানালো মেদিনীপুরের হেল্পিংহ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটি। করোনা আবহে নানা প্রতিকূলতার মধ্যই মেদিনীপুর হেল্পিং হ্যান্ড ওয়েল ফেয়ার সোসাইটি উদ্যোগে পালিত হলো দ্বিতীয় বর্ষের শিক্ষক দিবসের কর্মসূচি।এদিন সকালে সংগঠনের পক্ষ থেকে
রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত,দেশ ও বিদেশের বহু পুরস্কারের অধিকারী মেদিনীপুর টাউন স্কুলের প্রধান শিক্ষক বিশিষ্ট রবীন্দ্র গবেষক ড বিবেকানন্দ চক্রবর্তীর বাসভবনে গিয়ে সম্মাননা জ্ঞাপন করা হয়। পরে সন্ধ্যায় মেদিনীপুর সেন্ট্রাল বাসস্ট্যান্ডর কাছে অবস্থিত পাওয়ার লিফটিং এসোশিয়েসনের কার্যালয়ে আয়োজিত এক ঘরোয়া অনুষ্ঠানে সম্মাননা জানানো হয় চুয়াডাঙ্গা হাইস্কুলের শিক্ষক, বিশিষ্ট সমাজকর্মী সুদীপ কুমার খাঁড়া, বিশিষ্ট পরিবেশপ্রেমী পাঁচগেছিয়া হাইস্কুলের শিক্ষক মণিকাঞ্চন রায়, কেশপুর কলেজের অধ্যাপক ও সমাজসেবী ড. শান্তনু পন্ডা, মেদিনীপুরের বিশিষ্ট আবৃত্তি প্রশিক্ষক ও বাচিক শিল্পী রত্না দে’কে। একদিনের কর্মসূচি গুলিতে হেল্পিং হ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে বিভিন্ন সময়ে উপস্থিত ছিলেন, সভাপতি দিলীপ মান্না সম্পাদিকা পারমিতা সাউ, সদস্য নরোত্তম দে, ইন্দ্রদীপ সিনহা, শুভাকাঙ্ক্ষী অনীশ সাউ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন নরোত্তম দে। শারীরিক অসুস্থতার কারণে সংস্থার বেশিরভাগ সদস্যই এদিনের কর্মসূচিতে উপস্থিত থাকতে পারেন নি । কিন্তু প্রত্যেকেই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।
আনুষ্ঠানকে সার্বিক ভাবে সফল করতে সহযোগিতার হাত বাড়িয়ে দেন সংস্থার কার্যকরী সভাপতি রাজ্যশ্রী মন্ডল, কোষাধ্যক্ষ সুদীপ্তা দে, সদস্য পিন্টু সাউ, কাজল চ্যাটার্জী, শর্মিলা কোলে, মৌসুমী মান্না,গৌতম ভকত, সুব্রত মহাপাত্র, মৌসুমী রথ, নন্দিতা দে,দীপেশ দে প্রমুখ সদস্য-সদস্যাগণ।