মানবতার নজীর গড়ছেন কৃতি শিক্ষক মোহাম্মাদ কুরবান সেখ

মানবতার নজীর গড়ছেন কৃতি শিক্ষক মোহাম্মাদ কুরবান সেখ

    নতুন গতি প্রতিবেদক : পেশায় শিক্ষক মোহাম্মাদ কুরবান সেখকে যোগ্য পদে চাইছেন কালিয়াচকের জনসাধারণ ও শিক্ষিত যুবসমাজ। কুরবান সাহেব নিজেও জানান, দল এবং জনসাধারণ যদি তাকে যোগ্য বলে মনে করেন, তবে দায়িত্ব পালনে পিছপা হবেন না আমি আমজনতার উপর ভরসা করে রাজনৈতিক সাফল্য পেয়েছি। রাজনীতির সঙ্গে যোগাযোগ প্রায় দুই দশকের। তৎকালীন বাম আমলে ভারতের ছাত্র ফেডারেশনের যুক্ত ছিলেন। কালিয়াচক কলেজে বাম ছাত্র রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করেছেন। রাজ্য বাম শাসনের পতনের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের কট্টর সমর্থক হিসাবে কাজ করে গেছেন। রাজ্য তৃণমূল কংগ্রেসের অন্যতম নেতা বিধায়ক বেচারাম মান্নার হাত ধরে মালদা জেলা কিষাণ ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেসের প্রথম সারির নেতা হিসাবে আত্মপ্রকাশ।মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী,আব্দুল গনী সাহেব (চেয়ারম্যান ওয়াকফ বোর্ড), প্রাক্তন বিধায়ক তাজামুল হোসেনের কাছের মানুষ মোহাম্মাদ কুরবান সেখ, কালিয়াচকের সমাজ সেবক ও জনপ্রিয় শিক্ষাবীদ হিসাবে বেশ পরিচিত। লকডাউনের ফলে বিপাকে পড়া হাজার হাজার সাধারণ মানুষ ও বাইরে আটকে থাকা পরিযায়ী শ্রমিকের পাশে দাঁড়িয়ে কুরবান সাহেব আজ কালিয়াচকের সাধারণ মানুষের কাছে এখন রবিনহুড।কুরবান সাহেবের আর একটি পরিচয় তিনি জনপ্রিয় শিক্ষক ও পশ্চিমবঙ্গ তথা মালদা জেলার একটি নামজাদা বেসরকারি স্কুলের (টার্গেট পয়েন্ট আর স্কুল) অন্যতম প্রতিষ্ঠাতা। ২০০৩ সালের পর থেকে তাঁর হাত ধরেই কালিয়াচক তথা মালদা জেলার হাজারো ছাত্র-ছাত্রী আজ দেশে বিদেশে ডাক্তার, ইঞ্জিনিয়ারের মত প্রতিষ্ঠিত পেশায় নিযুক্ত এবং চলতি বছরে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের ফাইনাল পরীক্ষায় রাজ‍্যো অষ্টম স্থান অধিকার করে এই স্কুলের এক ছাত্রী।বিভিন্ন সমাজ সেবার কাজে লিপ্ত থাকলেও শিক্ষকতাকে কোন দিন অবহেলা করেননি। মাত্র০৭ বছর বয়সে পিতৃহারা হন কুরবান সাহেব,বাবা মোহাম্মাদ মুসা সেখ মারা যাওয়ার পর রেশম চাষি পরিবারের সন্তান মোহাম্মাদ কুরবান সেখ খুব কষ্টে লেখা পড়া করে জীবনে প্রতিষ্ঠিত হয়েছেন। সংসারের হাল ধরে রাখতে দিন রাত করেছেন প্রাইভেট টিউশন।
    মা-মাটি-মানুষের উন্নয়নের কর্মযজ্ঞে নিজেকে উৎসর্গ করতে এবং বাঙ্গালী জাতির গর্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে তৃণমূল কংগ্রেস রাজনীতিতে প্রবেশ। সাদামাটা জীবনযাপনে বিশ্বাসী তৃণমূলের একজন একনিষ্ঠ সৈনিক হিসেবে দায়িত্ব পালন করে মোহাম্মাদ কুরবান সেখ কালিয়াচকের মত রাজনীতির রুক্ষ জমিতে এখন বহাল তবিয়তে চষে বেড়াচ্ছেন। পেশায় শিক্ষক নেশায় এখন রাজনীতি। ভাবমূর্তি স্বচ্ছ। স্বাভাবিকভাবেই কালিয়াচকের সাধারণ মানুষ ও সুশিক্ষিত সমাজ চাইছেন মোহাম্মাদ কুরবান সাহেবকে বসানো হোক যোগ্য পদে। সমাজ সেবা করে এবং সাধারণ মানুষের বিশ্বাস অর্জন করে ৫৩সুজাপুরের মতো কংগ্রেসের শক্ত ঘাটিতে তৃণমূলের ভিত শক্ত করে চলেছেন। তিনি জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে উন্নয়নের শরিক হতে তৃণমূলে যোগ দিয়েছিলেন। এখন যদি দল এবং মানুষ চান, তবে দায়িত্ব নিয়ে তা নিষ্ঠার সঙ্গে পালন করবেন বলে জানিয়েছেন। বর্তমানেও কুরবান সাহেব বিভিন্ন সামাজিক সংগঠনের গুরুত্বপূর্ণ পদ সামলাচ্ছেন নিষ্ঠার সঙ্গে।