|
---|
নিজস্ব প্রতিনিধি, নতুন গতি, কেশপুর: করোনা আবহে বন্ধুর বিয়ের বৌভাত অনুষ্ঠানে হাজির হয়ে পুষ্পস্তবক ও অন্য উপহারের পাশাপাশি মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার তুলে দিলেন আমড়াকুচি উত্তরপাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সেখ মহম্মদ ইমরান। সোমবারই সরকারি বিধি মেনে অনাড়ম্বর পূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে শুভ বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন কেশপুরের বাসিন্দা সেখ লিয়াকত আলী ও শাহনাজ বেগমের পুত্র সেখ শাহনওয়াজ আলী ও কেশপুর ব্লকের সাঁকুয়া গ্রামের বাসিন্দা সেখ মাসুম করিম ও বিউটি কুইন শাবানা এর কন্যা সাবনাম খাতুন। সোমবার দুপুরে ঘনিষ্ঠ আত্মীয়পরিজন ও সীমিত সংখ্যক অতিথির উপস্থিতিতে কেশপুর গেস্ট হাউসে অনুষ্ঠিত হলো বৌভাত অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে হাজির হয়েছিলেন শাহনাওয়াজের বন্ধু তথা সাবনাম খাতুনের শিক্ষক সেখ মহম্মদ ইমরান। সেখানেই তিনি এই উপহার তুলে দেন।
ইমরান বাবুর কথায়, বর্তমান করোনা আবহে উপস্থিত আত্মীয় ও অতিথিদের মধ্যে আরোও বেশি করে স্বাস্থ্য সচেতনতা বার্তা দিতে তাঁর এই উদ্যোগ। এই স্বাস্থ্য সচেতনতা বার্তা উপস্থিত অতিথিদের কাছে ভূয়সী প্রশংসা কুড়িয়েছে।