|
---|
সংবাদদাতা : উত্তর ২৪ পরগণার কাটিয়াহাট আল-হেরা অ্যাকাডেমি আয়োজিত চারদিন ব্যাপী টিচার্স ট্রেনিং ওয়ার্কশপের সমাপ্তি ঘটে। এদিন স্থানীয় বিধায়ককে সংবর্ধনা হয়। মিশনের সম্পাদক হাজী আকবার আলি বলেন, বেসরকারি প্রতিষ্ঠান শিক্ষক শিক্ষিকাদের ট্রেনিং সম্পূর্ণ ফ্রীতে আমরা দিয়েছি। শিক্ষক-শিক্ষিকাদের এই ট্রেনিং যদি ঠিক ঠাক ভাবে ছাত্রছাত্রীদের সার্বিক উন্নয়নের কাজে আসে, তাহলে এই ট্রেনিং এর ব্যবস্থা করা যথেষ্ট প্রাসঙ্গিক।এদিন স্বাগত বক্তব্য রাখেন মিশনের চেয়ারম্যান মাসউদুর রহমান, তিনি ট্রেনিং এর গুরুত্ব সম্পর্কে দারুণ আলোচনা করেন। সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি বাদুড়িয়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক কাজী আব্দুর রহিম (দিলু) বলেন শিক্ষকদের ট্রেনিং গুরুত্ব ও তাৎপর্য অপরিসীম। তিনি কাটিয়াহাট আল হেরা অ্যাকাডেমির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, বাচ্চাদের সৃজনশীলতার পাশাপাশি শিষ্টাচার শিক্ষা খুব দরকার। এক্ষেত্রে নিশ্চিতভাবে শিক্ষকদের ভূমিকা অগ্রগন্য। বক্তব্যের মাঝে তিনি সিরাতের কাজকর্মকে ভূয়সী প্রশংসা করেন। ডাইরেক্টর আবু সিদ্দিক খানের আবেদনে তিনি মিশনে হ্যাইমাক্স লাইট ও ডিপ টিউবওয়েল দেবেন বলে কথা দিলেন। এদিন উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য কবিদাস সরদার, কাটিয়াহাট পঞ্চায়েত সমিতির কর্মধ্যক্ষ আজিজুল হক,শিক্ষক প্রশিক্ষণ শিবিরের প্রশিক্ষক আবেদিন হক আদী, মিশনের বোর্ড অব ম্যানেজমেন্টের সভাপতি মাওলানা মোজাম্মেল হক, ট্রাস্টী বোর্ডের সহ-সম্পাদক মোঃ মোস্তাকিম মন্ডল,সদস্য হাফেজ তরিকুল ইসলাম, আবু বকর সরদার প্রমুখ। সমগ্র পর্বটি সঞ্চালনা করেন সিরাতের রাজ্য সম্পাদক ও অ্যাকাডেমির ডাইরেক্টর আবু সিদ্দিক খান। এদিন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৭৫ জন শিক্ষক শিক্ষিকা ওয়ার্কশপে অংশ গ্রহণ করেন এবং তাদেরকে সিরাত সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড এডুকেশনাল ট্রাস্টের পক্ষ থেকে শংসাপত্র দেওয়া হয়।